WPL 2024: শেষ‌ ম্যাচে জয় দিয়ে ফাইনালে জায়গা করল দিল্লি, পরপর দ্বিতীয় সিজন গড়ল এই কীর্তিমান

Avatar

Published on:

Delhi Capitals women won against Gujarat Giants by 7 wickets and reached in WPL 2024 final

আজ সমাপ্ত হল মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2024) দ্বিতীয় সংস্করণের গ্রুপপর্ব। যেখানে গুজরাট জায়েন্টসকে (Gujarat Giants) ৪১ বল বাকি থাকতেই হারিয়ে জয়লাভ করলো দিল্লি ক্যাপিটালস মহিলা দল (Delhi Capitals Women)। এই জয়ের সাথেই পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রাখলো দিল্লি ক্যাপিটালস। প্রথমে থেকে সরাসরি ফাইনালের টিকিট কাটলো গতবারের রানার্সআপরা।

আজ গ্রুপ পর্বের অন্তিম ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট জায়েন্টস। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১২৬ রান তুলেছিল গুজরাট। যার মধ্যে ৪২ রানের ইনিংস খেলেছেন ভারতী ফুলমালি। অন্যদিকে ক্যাথরিন ব্রাইসের ২৮ রান এবং বাকিদের কিছুটা কিছুটা সহযোগিতায় ১২৬ রান তুলেছিল তারা।

দিল্লি ক্যাপিটালসের জন্য এই ম্যাচ মরণ-বাঁচনের লড়াই না হলেও, এই ম্যাচ জেতাটা আবশ্যক ছিল তাদের জন্য। কারণ এই ম্যাচ জিতলেই নিশ্চিত ভাবে ফাইনালে জায়গা করতে পারতো তারা। ফাইনালে পৌঁছানোর জন্য দিল্লিকে তুলতে হত ২০ ওভারে ১২৭ রান। যা তাড়া করতে ওপেনে আসেন দিল্লির নিয়মিত ওপেনার ম্যাগ ল্যানিং এবং শেফালি ভর্মা (Shafali Verma)। অধিনায়ক ল্যানিং ১৮ রান করে দুর্ভাগ্যবশত রান-আউট হয়ে গেলেও, এই ম্যাচে দায়িত্ব নিতে দেখা যায় শেফালিকে।

এরপর ব্যাট করতে এসে শূন্যরানে উইকেট হারান অ্যালিস ক্যাপসি। মাত্র ৩১ রানে ২ উইকেট হারায় দিল্লি। এমন সময়ে শেফালির সাথ দিতে ক্রিজে আসেন জেমিমাহ রড্রিগেস। দুইজনে মিলে দুর্দান্ত ৯৪ রানের পার্টনারশিপ করেন। একেবারে জয়ের দৌড়গোড়ায় পৌঁছানোর পর আউট হন শেফালি। মাত্র ৩৭ বলে ৭১ রান করে মাঠ ছাড়তে হয় তাকে। পরের বলেই জেমিমাহ বাউন্ডারি মেরে খেলাটি শেষ করেন। ইনিংস শেষে ২৮ বলে ৩৮ রান করে নট-আউট থাকেন জেমিমাহ। ম্যাচটি শেষমেষ ৬.৫ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে গুজরাটকে হারিয়ে জয়লাভ করে দিল্লি ক্যাপিটালস।

দিল্লি ক্যাপিটালস মহিলা বনাম গুজরাট জায়েন্টস ম্যাচের স্কোরকার্ড (Delhi Capitals Women vs Gujarat Giants Match Scorecard):

গুজরাট জায়েন্টস: ১২৬/৯ (২০ ওভার)

দিল্লি ক্যাপিটালস মহিলা: ১২৯/৩ (১৩.১ ওভার)

ম্যাচটি দিল্লি ক্যাপিটালস মহিলা দল ৭ উইকেটে জয়লাভ করেছে।

সঙ্গে থাকুন ➥