টেলিকম

সেট টপ বক্স ছাড়াই 500টি টিভি চ্যানেল দেখার সুবিধা, নতুন IFTV পরিষেবা আনল BSNL

Published on:

Bsnl launches iftv Service to offer 500 tv channels without set top box

লাগবে না সেট টপ বক্স, ব্রডব্যান্ডের মাধ্যমে দেখা যাবে টিভি। এই পরিষেবার নাম ইন্টারনেট ফাইবার টিভি (IFTV)। ব্রডব্যান্ডের মাধ্যমে বর্তমানে যেমন আমরা উচ্চ গতির ইন্টারনেট পাই, তেমনই তার সাহায্যে একাধিক টিভি চ্যানেল উপভোগ করা যাবে। এদিন সেই সুবিধা আনল BSNL। বিনামূল্যে 500টি টিভি চ্যানেল দেখা যাবে। সরকারি টেলিকম কোম্পানি আশ্বাস, ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে HD মানের লাইভ টিভি চ্যানেল উপভোগ করা যাবে।

আপনার টিভি যদি পুরানো LCD বা LED টিভি হয়, তাহলে ফায়ার স্টিকের মাধ্যমে IFTV পরিষেবা পাওয়া যাবে। এদিন গুজরাতে এই সুবিধা চালু করল বিএসএনএল। অফিশিয়াল X হ্যান্ডেলে ঘোষণাটি করেছে কোম্পানি। এর আগে মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং পঞ্জাবে চালু করা হয়েছিল IFTV পরিষেবা। উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) এর সময় কোম্পানিটি প্রথম এই পরিষেবাটি ঘোষণা করেছিল।

WhatsApp Community Join Now

অন্যদিকে, সম্প্রতি পুদুচেরিতে BiTV নামে পরিচিত, ডাইরেক্ট-টু-মোবাইল (D2M) পরিষেবা চালু করেছে বিএসএনএল। যেখানে বিনামূল্যে 300টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুযোগ পাওয়া যাবে। বিএসএনএলের দাবি, IFTV পরিষেবাটি নিরবচ্ছিন্ন সংযোগ এবং ডিজিটাল বিনোদনের প্রতিশ্রুতি রাখে। এটি ভারতের প্রথম ফাইবার-ভিত্তিক ইন্টারনেট টিভি পরিষেবা। যেখানে বাফারিং ছাড়াই 500টিরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং প্রিমিয়াম পে-টিভি ক্রিস্টাল ক্লিয়ার কোয়ালিটিতে উপভোগ করা যাবে।

প্রসঙ্গত, চলতি বছরের মধ্যের গোটা দেশজুড়ে উচ্চ গতির 4G পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে বিএসএনএল। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি 5G প্রকল্পের কাজও শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছে বিএসএনএল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন