ভিভোর সাব ব্র্যান্ড iQOO শীঘ্রই ৭৫০০ এমএএইচ ব্যাটারির নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি iQOO Z10 সিরিজের অধীনে আসবে। এই সিরিজে চারটি ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে একটি হবে iQOO Z10 Turbo Pro। এটি সংস্থার প্রথম ফোন হবে যেখানে ৭৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। উল্লেখ্য, iQOO Z9 Turbo+ ডিভাইসে ছিল ৬৪০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
iQOO Z10 টার্বো প্রো স্মার্টফোনে থাকবে ৭৫০০ এমএএইচ ব্যাটারি
স্মার্টফোনটির নাম প্রকাশ না করেই ওয়েইবো-তে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আইকিউ জেড১০ টার্বো প্রো এর ব্যাটারি ক্যাপাসিটি সামনে এনেছেন। টিপস্টার জানিয়েছেন যে আসন্ন জেড১০ টার্বো প্রোতে ৭৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ব্যাটারি সাপোর্ট করবে।
iQOO Z10 সিরিজ থেকে কি আশা করা যায়?
আইকিউ জেড১০ সিরিজে Z10x, মিড-রেঞ্জে Z10 এবং টপ-এন্ড ফোন Z10 টার্বো এবং Z10 Turbo Pro অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আইকিউ জেড১০ টার্বো এবং জেড১০ টার্বো প্রো ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, আইকিউ জেড৯ টার্বো প্লাস ডিভাইসে ছিল ৬.৭৮-ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে।
ক্যামেরা মডিউল সম্পর্কে এখনও কিছু সামনে আসেনি, তবে মনে করা হচ্ছে এই সিরিজে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। আইকিউ জেড১০ সিরিজের সমস্ত ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস এলিট চিপসেট ব্যবহার করা হতে পারে।