আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। শীঘ্রই পুরনো আইফোনে আসছে অ্যাপলের ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচার। আপাতত iPhone 15 Pro মডেলের জন্য একটি সফটওয়্যার আপডেট আনা হচ্ছে। iOS 18.4 নামের এই আপডেটের মাধ্যমে ফিচারটি পাওয়া যাবে। এতদিন এই ফিচার iPhone 16 সিরিজের জন্য এক্সক্লুসিভ ছিল। এটি একটি এআই-চালিত ক্যামেরা ফিচার, যা ব্যবহারকারীদের আইফোন ক্যামেরা দিয়ে ছবি তুলতে এবং যে কোনও কিছু সম্পর্কে জানতে দেয়। আসুন আইফোন ১৫ প্রো মডেলে আসতে চলা অ্যাপলের ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথম কেবল iPhone 16 সিরিজে পাওয়া যেত অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার
গত বছর আইফোনের হার্ডওয়্যার ইভেন্টে অ্যাপল ইন্টেলিজেন্স লঞ্চ করে সংস্থাটি। এর পাশাপাশি, অ্যাপল ওই ইভেন্টে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স নামে আরেকটি ফিচারের কথা জানায়। এটি মূলত গুগল লেন্সের অনুরূপ একটি ফিচার এবং অপোজিট ইমেজ সার্চ ইঞ্জিনের মতো কাজ করে। আপনি যদি কোনো কিছুর সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে কেবল তার একটি ছবি তুলতে হবে এবং ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স আপনাকে ছবিতে উপস্থিত বস্তু / বিষয় সম্পর্কে সমস্ত তথ্য সরবরাহ করবে।
আইফোন ১৬ সিরিজ লঞ্চের সময়, যখন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার ঘোষণা করা হয়েছিল, তখন এই ফিচার আইফোন ১৬ সিরিজ এবং আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে পাওয়া যাবে বলে জানানো হয়েছিল। তবে ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্স ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচারের সাপোর্ট পায়নি। তবে এখন অ্যাপল শীঘ্রই আইফোন ১৫ প্রো এর জন্য ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচারটি রোল আউট করতে চলেছে।
অ্যাকশন বাটনের মাধ্যমে ফিচারটি চালু করা যাবে
বুধবার আইফোন ১৬ই লঞ্চের পর ডেয়ারিং ফায়ারবলের জন গ্রুবার জানান, আইফোন ১৫ প্রো শীঘ্রই ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচার পাবে। তিনি বলেছেন যে আইফোন ১৬ প্রো ডিভাইসে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ট্রিগার করতে ক্যামেরা নিয়ন্ত্রণ বাটন ব্যবহার করতে হলেও আইফোন ১৫ প্রো মডেলে অ্যাকশন বাটন ব্যবহার করতে হবে।