Oppo-র নয়ডার ফ্যাক্টরির সামনে বিক্ষোভ, ভারত ছাড়ার দাবি

Avatar

Published on:

সোশ্যাল মিডিয়া এখন চীনা পণ্য এবং চাইনিজ অ্যাপ্লিকেশন বর্জন করার দাবিতে সরগরম। তবে সোশ্যাল মিডিয়া ছাড়িয়েও এবার অপ্পো-র নয়ডার ফ্যাক্টরির সামনে বিক্ষোভ দেখালো মানুষ। করোনা ভাইরাসের কারণে কোম্পানি কয়েকদিন আগেই ৩০ শতাংশ কর্মচারী নিয়ে এই ফ্যাক্টরিতে কাজ শুরু করেছিল। যদিও এই ঘটনার পরও কোম্পানি তাদের কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে।

আপনাকে জানিয়ে রাখি উত্তর প্রদেশের নয়ডাতে Oppo সহ বেশ কয়েকটি চাইনিজ ব্র্যান্ড তাদের ফোন অ্যাসেম্বল করে। যার মধ্যে Realme ও OnePlus অন্যতম। এই কোম্পানিগুলি ইতিমধ্যেই ‘আরও বেশি ভারতীয় কোম্পানি’ হিসাবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছে। তারা ভারতেই স্মার্টফোন সহ অন্যান্য ডিভাইস তৈরী শুরু করবে বলে জানা গেছে।

শনিবার অপ্পো-র নয়ডার কারখানার বাইরে হিন্দু রক্ষা দল দুঘন্টা ধরে বিক্ষোভ দেখায়। তারা ফ্যাক্টরির গেটের তালা বন্ধ করে দেয় এবং ‘বয়কট চীন’ স্লোগান তোলে। এরপর অতিরিক্ত পুলিশ কমিশনার গৌতম বুধ নগর, কোভিড -১৯ লকডাউন বিধি লঙ্ঘনের অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইপিসি ধারা ১৮৮/২৬৮/১৭০ এর অধীনে একটি এফআইআর দায়ের করার পরে এই বিক্ষোভ উঠিয়ে নেওয়া হয়।

এদিকে মার্কেট বিশেষজ্ঞরা জানিয়েছে, প্রতিটি চীনা স্মার্টফোন কোম্পানির জন্য এটি একটি কঠিন সময়। কারণ তাদেরকে কিছু মানুষ বর্জন করতে শুরু করেছে। এই সময় তাদেরকে ভারতে উৎপাদন আরও বাড়াতে হবে। মানুষের সামনে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সস্তায় আনতে হবে। এখন দেখার অপ্পো সহ সমস্ত স্মার্টফোন কোম্পানি কিভাবে এই পরিস্থিতি সামাল দেয়।

সঙ্গে থাকুন ➥