আগামীকাল ভারতে আসছে OnePlus Buds, ফাঁস হল ফিচার ও রঙ

Avatar

Published on:

চীনা ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতা OnePlus আগামীকাল মিড রেঞ্জ স্মার্টফোন Nord ভারতে আনছে। এই ফোনটিকে ঘিরে ওয়ানপ্লাস ফ্যানদের উৎসাহ তুঙ্গে। এরসাথে কোম্পানি আগামীকাল তাদের ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস ও লঞ্চ করবে। কোম্পানি ইতিমধ্যেই জানিয়েছে এই TWS ইয়ারবাডসের নাম হবে OnePlus Buds। এছাড়াও এটি ১০০ ডলারের কমে আসবে, যা প্রায় ৭,৫০০ টাকার কম। লঞ্চের আগেই এবার এর স্পেসিফিকেশন ও রং জানা গেল।

সামনে এল OnePlus Buds এর ছবি:

টিপ্সটার Evan Blass আজ ওয়ানপ্লাস এর প্রথম ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের অনেকগুলি ছবি শেয়ার করেছেন। ব্ল্যাস এর টুইট থেকে জানা ওয়ানপ্লাস বাডস নীল, কালো ও সাদা রংয়ে পাওয়া যাবে। এটি দেখতে অনেকটাই Vivo TWS Neo এবং Google Pixel Buds এর মিশ্রণ ভার্সন।

এদিকে এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস এর টিজার সামনে এলেও এর কোনো ফিচার জানানো হয়নি। তবে XDADevelopers দ্বারা জানানো হয়েছে এই ইয়ারবাডস এর সাথে সরাসরি মোকাবিলা হবে Apple AirPods এর। এই ইয়ারবাডস ইন্ডিভিউজুয়াল ব্যাটারি লেভেলের সাথে আসতে পারে, অর্থাৎ এর দুটি ইয়ারবডস এর ব্যাটারি লেভেল পৃথক পৃথক হতে পারে।

গ্যাজেটটি Amazon ও Flipkart থেকে পাওয়া যাবে। এতে “Find My Device” অপসন থাকতে পারে। এরসাথে এতে ইকুয়ালাইজার সেটিংস ও ডলবি অ্যাটমস সাপোর্ট দেওয়া হতে পারে। আবার এই ইয়ারবাডস এ টাচ কন্ট্রোল সাপোর্ট থাকবে। ভারতে ইতিমধ্যেই অনেকগুলি ইয়ারবাডস উপলব্ধ। এখন দেখার ওয়ানপ্লাস বাডস ভারতে কতটা জনপ্রিয়তা পায়।

সঙ্গে থাকুন ➥