IPL 2024: অবশেষে প্রতীক্ষার অবসান, আজ বেরোচ্ছে ইডেনের টিকিট, কত দাম কখন পাবেন, জেনে নিন

২৩ শে মার্চ তথা শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের। ওই ম্যাচে টিকিটের দাম এবং কোথায় পাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয়ে জেনে নিন।

আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪ (IPL 2023)। চারিদিকে যতই লোকসভা নির্বাচন নিয়ে মানুষের বাড়বাড়ন্ত হোক না কেন, আইপিএলের উত্তেজনা ঠিকই বজায় রেখেছে ভক্তরা। এদিকে হাতে বেশি সময় না থাকায় অংশগ্রহণকারী ১০ টি দলই ইতিমধ্যে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যদিকে আবার উঠে আসছে আইপিএলের টিকিট (IPL 2024 Ticket) নিয়ে বিভিন্ন আপডেট।

২৩ শে মার্চ তথা শনিবার সন্ধ্যাবেলায় রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) এই মরশুমের প্রথম ম্যাচ। ওই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad)। এই ম্যাচের আগেই আজ জানা গেছে কবে থেকে পাওয়া যাবে ওই ম্যাচের টিকিট এবং কলকাতার মাটিতে টিকিটের মূল্য কত হবে! যা নিয়ে ভক্তদের মধ্যে একটা উন্মাদনা ছিল। অবশেষে আজ চূড়ান্ত হল সেই বিষয়গুলি। প্রথম দফার সময়সূচিতে এই ম্যাচ ছাড়া কেকেআরের আর কোনো হোম ম্যাচ নেই।

সম্প্রতি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, আজ তথা মঙ্গলবার থেকে শুরু হতে পারে কেকেআরের প্রথম ম্যাচের টিকিট বিক্রি। যার জন্য এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। অনলাইনে বুক মাই শো (Book My Show) থেকে ওই টিকিট কাটার সুবিধা পাবে ভক্তরা। এছাড়া যা খবর উঠে আসছে তা হল গত মরশুমের মতো এবারেও ইডেনে টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা।

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল এবং কলেজ পড়ুয়াদের খেলা দেখার আগ্রহ বাড়াতে এবং তাদের ভিড় বানানোর জন্য সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ৭৫০ টাকা। এছাড়াও থাকবে ১০০০, ১৫০০, ২০০০, ২৫০০, ৩০০০ থেকে ৮৫০০ টাকার টিকিট। কর্পোরেট বক্সের টিকিটের দাম আলাদা। সেখানে থাকবে ২০০০০ এবং ২৮০০০ টাকার টিকিট।