নভেম্বরের সেরা ফ্ল্যাগশিপ Smartphone এই 4টি, শক্তিশালী প্রসেসরের সাথে আছে নজরকাড়া স্ক্রিন

আপনি কি ফোনে গেম খেলতে ভালবাসেন এবং সেই জন্য এখন আপনার একটি ভালো ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ইচ্ছে আছে? এদিকে বাজারে নামী-দামী হাজারো মডেল উপলব্ধ থাকায় কোন স্মার্টফোনটি কেনার সঠিক সিদ্ধান্ত হবে তা বুঝে উঠতে পারছেননা? তাহলে আমাদের এই প্রতিবেদন আপনারই জন্য। এই উৎসবের মুখে দাঁড়িয়ে আমরা আজ এমন কয়েকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের কথা বলব, যেগুলিতে আপনি দুর্দান্ত স্ক্রিন, আকর্ষণীয় ক্যামেরা, ফাস্ট চার্জিংয়ের মতো ফিচারের সাথে উন্নতমানের পারফরম্যান্স পাবেন। ভাগ্যবশত কোনো স্পেশাল অফার কাজে লাগাতে পারলে, এগুলির দাম বাবদ কিছু টাকা কম খরচ হবে।

প্রিমিয়াম স্মার্টফোন কিনবেন? এই চারটি হতে পারে সেরা বিকল্প

১. Samsung Galaxy S23 Ultra: এটি বর্তমানে স্যামসাংয়ের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন, যাতে ১২০ হার্টজ ৬.৮ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

এর দাম শুরু হচ্ছে ১,২৪,৯৯৯ টাকা থেকে।

২. iPhone 15 Pro: মাত্র কয়েক সপ্তাহ আগে লঞ্চ হওয়া এই নতুন আইফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর (XDR) ওলেড ডিসপ্লে, ৬ কোর এ১৭ (A17) বায়োনিক প্রসেসর, ৩,২৭৪ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।

এর দাম শুরু ১,৩৪,৯০০ টাকা থেকে।

৩. OnePlus Open: জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাসের এই ফোনটি ফোল্ডেবল ডিজাইনের সাথে আসে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৪,৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা দেখতে পাবেন।

ওয়ানপ্লাস ওপেন ফোনের দাম ১,৩৯,৯৯৯ টাকা।

৪. iPhone 15 Pro Max: আইফোন ১৫ প্রো-এর সাথে এই ফোনের আকার, ব্যাটারি ক্যাপাসিটি জাতীয় কিছু ফিচার এবং দামের ফারাক আছে। এতে ৬.৭ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে ও ৪,৪৪১ এমএএইচ ব্যাটারি আছে।

এর প্রারম্ভিক মূল্য ১,৫৯,৯০০ টাকা।