লেজেন্ডের পুনর্জন্ম, 4 বছর আগুনে রূপ নিয়ে ফেরা Hero Karizma-র ফিচার্স তাক লাগাচ্ছে
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরশুদিন ভারতের বাজারে প্রত্যাবর্তন করেছে Hero Karizma XMR 210। বিগত কয়েকদিন ধরে বাইকটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। অবশেষে লঞ্চ হয়েছে এটি। নতুন প্রজন্মের Karizma XMR 210-এর দাম ১,৭২,৯০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। ক্রমশ প্রিমিয়াম মোটরসাইকেলের প্রতি উৎসাহ বৃদ্ধির আরও এক নিদর্শন দিল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। বাইকটির এই ইন্ট্রোডাক্টরি মূল্য আগামী কয়েক সপ্তাহ পর বাড়ানো হবে বলেই আশা করা হচ্ছে। বাইকটির বুকিং শুরু হয়ে গিয়েছে।
২০০৩-এ প্রথমবার লঞ্চের সময় যেই বৈশিষ্ট্যগুলি সমেত হাজির হয়েছিল, ঘরানা চেনাতে এবারের হিরো কারিশমা-তেও তার মধ্যে কিছু ফিচার দেওয়া হয়েছে। ভারতের মোটরসাইকেলের বাজারে এটি অন্যতম সফলতম বাইক হিসেবে আত্মপ্রকাশ করেছিল। কিন্তু ২০১৯-এ এর পথ চলা আচমকাই স্তব্ধ হয়ে যায়। আসলে বিক্রিতে পতনের কারণেই হিরো বাইকটির বিক্রি বন্ধ করতে বাধ্য হয়েছিল। কিন্তু কারিশমার জনপ্রিয়তা কখনোই ম্লান হয়নি।
Hero Karizma XMR 210 : দাম
দর্শনের দিক থেকে নতুন Hero Karizma XMR 210 আগের চাইতে আরও বেশি স্পোর্টি লুক সহ এসেছে। আবার সিগনেচার স্টাইলিং নতুন মডেলেও দেখা মিলেছে। মডার্ন ফিচারের সাথে অ্যাডভান্স টেকনোলজির সহাবস্থান রয়েছে এতে। এর ইন্ট্রোডাক্টরি মূল্য ১,৭২,৯০০ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। পরবর্তীতে দাম বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হতে পারে বলেই অনুমান।
Hero Karizma XMR 210 : ডিজাইন
আগ্রাসী ডিজাইনের Hero Karizma XMR 210-এ উপস্থিত ইন্টিগ্রেটেড এলইডি ডিআরএল সমেত একটি শার্প ও স্লিক লুকের এলইডি হেড লাইট, টার্ন ইন্ডিকেটর এবং টেল লাইট। এতে দেওয়া হয়েছে অ্যাডজাস্টেবল ফ্রন্ট উইন্ড গার্ড, পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক।
Karizma-র পুরনো মডেলের মতো এতেও সেমি-ফেয়ারিং বর্তমান। এছাড়া রয়েছে স্প্লিট সিট, ব্লুটুথ কানেক্টিভিটি সহ ফুল অ্যাডজাস্টেবল ডিজিটাল কালার এলসিডি ডিসপ্লে এবং ফার্স্ট-ইন-সেগনেন্ট টার্ন বাই টার্ন নেভিগেশন টেক। তিনটি রঙের বিকল্পে হাজির হয়েছে বাইকটি – আইকনিক ইয়েলো, ম্যাট রেড এবং ফ্যান্টম ব্ল্যাক।
Hero Karizma XMR 210 : ইঞ্জিন ও স্পেসিফিকেশন
Hero Karizma XMR 210-এর চাকায় গতি আনতে দেওয়া হয়েছে একটি ২১০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২৫.১৫ বিএইচপি শক্তি এবং ২০.৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের গতির সাথে যোগ্য সঙ্গত দিয়ে এতে উপস্থিত ৬-স্পিড গিয়ারবক্স।
Hero Karizma XMR 210 : ব্রেক ও সাসপেনশন
আরামদায়ক রাইডিং দিতে Hero Karizma XMR 210-তে টেলিস্কোপ ফ্রন্ট ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টেবল মোনোশক অ্যাবজর্বার দেওয়া হয়েছে। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে ও পেছনে রয়েছে ডিস্ক ব্রেক।