আগামী দিনে দেশের আকাশে উড়বে Air Taxi, আশাপ্রকাশ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

By :  SHUVRO
Update: 2021-08-27 07:49 GMT

বুধবার বিজ্ঞপ্তি জারি করে নতুন ড্রোন নীতির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ এর ফলে ড্রোনের ব্যবসা ও প্রযুক্তির অগ্রগতিতে জোয়ার আসবে বলেই মনে করছে ওয়াকিবহন মহল। পুরনো নিয়ম শিথিল করে নতুন নীতিতে প্রয়োজনীয় ছাড়পত্রের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। কমানো হয়েছে ফি।

এক কথায় ড্রোনচালনাকে সহজ করতে নিয়মকানুনে আনা হয়েছে বিপুল সংশোধন। আর এই নতুন ড্রোন নীতি এয়ার ট্যাক্সির স্বপ্নকে বাস্তবের রূপ দেবে বলেই মনে করছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)।

একসময় রাস্তায় যানজটে নাজেহাল হবার দিন শেষ হয়ে আসবে। কারণ উড়ন্ত ট্যাক্সি যাত্রী পরিবহণে বিপ্লব আনবে। নতুন ড্রোন নীতির অধীনে আগামী দিনে আকাশপথে এয়ার ট্যাক্সির চলাচল প্রত্যক্ষ করা অসম্ভব নয় বলেই মনে করছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

গতকাল একটি সাংবাদিক সম্মেলনে সিন্ধিয়া বলেছেন, "বিশ্বজুড়ে এয়ার ট্যাক্সির উপর গবেষণা চলছে। অনেক স্টার্টআপ সংস্থা নিত্যনতুন এয়ার ট্যাক্সির উদ্ভাবন করছে। সেই সময় বেশি দূরে নয়, যখন রাস্তার বদলে আপনারা আকাশে উবের এবং অন্যান্য সংস্থার ট্যাক্সি উড়তে দেখবেন। আমি দৃঢ ভাবে এ কথা বিশ্বাস করি।"

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News