৬৬০ সিসি-র শক্তিশালী ইঞ্জিনের সাথে ভারতে লঞ্চ হল Aprilia RS 660 ও Aprilia Tuono 660

By :  SHUVRO
Update: 2021-09-03 05:08 GMT

ইতালীয় সংস্থা পিয়াজিও (Piaggio) গ্রুপ ভারতের বাজারে আনল তাদের নতুন প্রিমিয়াম মোটরসাইকেল Aprilia RS 660 ও Aprilia Tuono 660। অ্যাপেক্স ব্ল্যাক, লাভা রেড, এবং অ্যাসিড গোল্ড কালার অপশনে পাওয়া যাবে Aprilia RS 660। অন্য দিকে, কনসেপ্ট ব্ল্যাক, ইরিডিয়াম গ্রে, এবং অ্যাসিডিক গোল্ড কালার অপশনে উপলব্ধ Aprilia Tuono 660।

Aprilia RS 660 ও Aprilia Tuono 660 দাম

এপ্রিলিয়া আরএস ৬৬০-এর দাম রাখা হয়েছে ১৩.৩৯ লক্ষ টাকা। আর এপ্রিলিয়া টুওনো ৬৬০-এর দাম ধার্য করা হয়েছে ১৩.০৯ লক্ষ টাকা৷ উল্লেখ্য, এগুলি এক্স-শোরুমের দাম।

Aprilia RS 660 ও Aprilia Tuono 660 স্পেসিফিকেশন

এপ্রিলিয়া আরএস ৬৬০ ও এপ্রিলিয়া টুওনো ৬৬০ মোটরবাইকে রয়েছে ৬৫৯ সিসি-র প্যারালাল টুইন, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা ১০,৫০০ আরপিএমে ৯৮.৬ বিএইচপি পাওয়ার এবং ৮,৫০০ আরপিএমে ৬৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনের ক্ষেত্রে এক হলেও বাইকগুলির স্টাইল অন্যরকম। এপ্রিলিয়া আরএস দেখতে আরও স্পোর্টি এবং এটি ক্লিপ-অন হ্যান্ডেলবার পেয়েছে।

এপ্রিলিয়া আরএস ৬৬০ ও এপ্রিলিয়া টুওনো ৬৬০ মোটরবাইকের সামনে ৪১ মিমি Kayaba আপসাইড-ডাউন ফোর্কস ও পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। বাইকগুলিতে ৩২০ মিমি ডুয়েল ফ্রন্ট ডিক্স ও ২২০ মিমি সিঙ্গেল ডিস্ক ব্রেকিংয়ের কাজ সম্পাদনা করে। এছাড়া বাইকগুলির ওজন ১৮৩ কেজি ও ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ১৫ লিটার।

Aprilia RS 660 ও Aprilia Tuono 660 ফিচার

এপ্রিলিয়া আরএস ৬৬০ ও এপ্রিলিয়া টুওনো ৬৬০-র ফিচারের মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল, হুইলি কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, ইঞ্জিন ম্যাপিং, ক্রুজ কন্ট্রোল, এবং পাঁচটি রাইডিং মোড উল্লেখযোগ্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News