ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা বাড়াতে আরও তিনশো ফাস্ট-চার্জিং স্টেশন তৈরি করবে Ather Energy
পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি এনেই কাজ সম্পূর্ণ হয়ে যায় না, সেই গাড়ি যাতে নির্বিঘ্নে চালানো যায়, সেটা নিশ্চিত করতে হয়। এই মন্ত্র নিয়েই এগোচ্ছে দেশের অন্যতম সেরা ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড এথার এনার্জি (Ather Enegy)। ভারতের বাজারে 450X, 450 Plus-এর মতো দুর্দান্ত ই-স্কুটার এনে থেমে নেই তারা। দেশে চার্জিং পরিকাঠামোর অভাব তাদের স্কুটারের জনপ্রিয়তার পথে যাতে অন্তরায় না হয়ে দাঁড়ায়, তার আগাম প্রস্তুতি সেরে রাখছে তারা।
বর্তমানে সংস্থাটি তাদের এথার গ্রিড নেটওয়ার্ক (Ather Grid Network)-এর অধীনে ২৪টি শহরে দুই শতাধিক ফাস্ট-চার্জিং স্টেশন তৈরি করেছে। এথারের গ্রাহকরা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কানাকড়ি খরচ না করেই এই চার্জিং স্টেশনগুলিতে ই-স্কুটার চার্জ দেওয়ার সুবিধা লাভ করবেন।
এথারের লক্ষ্য, ২০২২-এর প্রথমার্ধের মধ্যে আরও ৩০০টি ফাস্ট-চার্জিং স্টেশন তৈরি করে এথার গ্রিড নেটওয়ার্ককে সম্প্রসারিত করা। অর্থাং সামনের বছরের মার্চ থেকে দেশজুড়ে এথারমোট ৫০০টি চার্জিং স্টেশন প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নিয়েছে।
এবার প্রশ্ন হচ্ছে, এথারের চার্জিং স্টেশনগুলি কেমন জায়গায় তৈরি করা হবে? লোকসমাগম যেখানে বেশি নিশ্চিতভাবে সেখানেই এথার গ্রিড স্থাপন করা হবে। শপিং মল, ক্যাফে, জিম-সহ নানা জনপ্রিয় জায়গায় এথার তাদের চার্জিং স্টেশন বসানোর পরিকল্পনা করছে। উদ্দেশ্য বাস্তবায়িত করতে ভিআর মল, কফি ডে, লিটল ইটালি, ব্লু টোকাই-এর মতো সংস্থার সঙ্গে যৌথ ভাবে কাজ করবে এথার।