2024 কাঁপাবে Bajaj, ঝড় তুলতে আসছে Pulsar 400 ও দেশের প্রথম CNG বাইক

By :  SUMAN
Update: 2024-01-02 10:10 GMT

বিশ্ব উষ্ণায়ন আজ পরিবেশবিদদের একটি বড় মাথা ব্যথার কারণ। বরফ গলে সমুদ্রে জলের পরিমাণ দিনদিন বেড়ে চলেছে। এইভাবে চলতে থাকলে এই সম্পূর্ণ সৃষ্টি রসাতলে যেতে আর বেশি সময় নেবে না। আর এই বেহাল পরিস্থিতির জন্য একমাত্র ‘খলনায়ক’ হচ্ছে পরিবেশ দূষণ। জীবাশ্ম জ্বালানির যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া এর জন্য অন্যতম দায়ী। তাই বিকল্প জ্বালানি ব্যবহার বাড়ানোর প্রতি ছুটছে সকল অটোমোবাইল কোম্পানি। যেক্ষেত্রে কমপ্রেস্ড ন্যাচেরাল গ্যাস বা সিএনজি বিশ্বআসরে সমাদৃত হচ্ছে। তবে এই সিএনজি এতদিন চার চাকাতেই ব্যবহৃত হতে দেখা গেছে। এবারে টু হুইলারেও সিএনজি-র ছোঁয়া লাগছে।

সিএনজি ব্যবহারে এবার নতুন দিশা দেখাতে চলেছে বাজাজ অটো (Bajaj Auto)। তারা বাজারে আনছে সিএনজি চালিত নতুন বাইক। বিগত ক’মাস থেকেই বাজাজ এই বাইক তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, বাইকটির বডিওয়ার্ক CT লাইনআপ থেকে অনুপ্রাণিত। এটিই সম্ভবত ভারতের প্রথম সিএনজি চালিত বাইক হিসেবে আসবে।

বাজাজের সিএনজি বাইকের অফিশিয়াল নাম বা দাম কেমন হতে পারে, তা এই মুহূর্তে নিশ্চিত করা যাচ্ছে না। তবে এটুকু বলা যায়, দাম মধ্যবিত্তের হাতের নাগালেই থাকবে এবং একবার লঞ্চ হবে বাজারে ব্যাপক সাড়া ফেলবে। সিএনজি যদি চলতি বছরে সংস্থার বড় চমক হয় তাহলে ধামাকা হিসাবে আসতে চলেছে এ যাবৎকালের সবচেয়ে বড় পালসার।

বর্তমানে পালসার রেঞ্জে সবচেয়ে বড় ইঞ্জিন বলতে রয়েছে ২৫০ সিসি। বেশি পারফরম্যান্স পেতে চাইলে Bajaj Dominar 400 বেছে নেওয়া ছাড়া, ক্রেতাদের হাতে ভিন্ন কোন উপায় নেই। তাই এবার Pulsar NS400 আনতে চলেছে বাজাজ। এতে যদিও Dominar 400-এর ইঞ্জিনটিই ব্যবহৃত হবে। রিপোর্টে দাবি করা হয়েছে, পালসার এর আসন্ন মডেলটিতে NS200-এর থেকেও শক্তিশালী চ্যাসিস ব্যবহার করা হবে। দীপাবলির ঠিক আগে লঞ্চ হওয়ার সম্ভাবনা।

Tags:    

Similar News