Bajaj Chetak: এক চার্জে চলবে ১৩৬ কিমি, নতুন চেতক লঞ্চ করল বাজাজ, ১০ হাজার টাকা সস্তায় কেনার সুযোগ
বাজাজ অটো তাদের চেতক ইলেকট্রিক স্কুটারের একটি নতুন এডিশন লঞ্চ করেছে। যার নাম চেতক ৩২০১ স্পেশাল এডিশন। এই নতুন মডেলটি চেতকের টপ-স্পেক প্রিমিয়াম ভ্যারিয়েন্টের উপর তৈরি করা হয়েছে। আজ, ৫ই আগস্ট থেকে অনলাইনে এটি কেনার সুযোগ মিলবে। বিক্রি হবে আমাজনে। দাম রাখা হয়েছে ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। মনে রাখবেন, এটি ইন্ট্রোডাকটরি প্রাইস। স্পেশাল লঞ্চ অফার শেষ হওয়ার পর চেতক ৩২০১ স্পেশাল এডিশনের দাম বেড়ে ১.৪০ লক্ষ টাকা হবে।
বাজাজ চেতক ৩২০১ স্পেশাল এডিশন: ডিজাইন, ফিচার্স, স্পেসিফিকেশন, দাম
স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ভ্যারিয়েন্টের তুলনায় বাজাজ চেতক ৩২০১ স্পেশাল এডিশনে কিছু ভিজ্যুয়াল আপগ্রেড রয়েছে। সাইড প্যানেলে 'চেতক' ডিক্যাল রয়েছে। একটাই কালার অপশন মিলবে আর সেটা হল ব্রুকলিন ব্ল্যাক। স্কুটারটিতে স্ক্যাফ প্লেট ও টু-টোন ডাবল লেয়ারের সিট রয়েছে। এছাড়া, ডিজাইন প্রিমিয়াম মডেলটির সঙ্গে অনুরূপ।
স্পেসিফিকেশনের কথা বললে, বাজাজ চেতক ৩২০১ স্পেশাল এডিশনে প্রিমিয়াম ভ্যারিয়েন্টের ৩.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। রেগুলার চেতক প্রিমিয়ামে এটি ১২৭ কিলোমিটার রেঞ্জ দেয়। তবে অবাক করার মতো বিষয় হল, স্পেশাল এডিশনে ১৩৬ কিলোমিটার মাইলেজ দাবি করছে বাজাজ। ইলেকট্রিক স্কুটারটির স্পিড এক থাকছে, যা হল প্রতি ঘন্টায় ৭৩ কিলোমিটার।
ফিচার্সের প্রসঙ্গে আসলে, স্পেশাল এডিশন বাজাজ চেতকে টার্ন-বাই-টার্ন নেভিগেশন সহ কালার টিএফটি ডিসপ্লে, মিউজিক কন্ট্রোল, কাস্টমাইজেবল থিম ও কল এলার্ট মিলবে। একইসাথে হিল-হোল্ড কন্ট্রোল ও টেকপ্যাক সফটওয়্যার প্যাকেজের অংশ হিসাবে স্পোর্ট নামে একটি অতিরিক্ত রাইড মোড পাওয়া যাবে। এই ইলেকট্রিক স্কুটারের সঙ্গে বাজারে এথার রিজতা, ওলা এস১ প্রো, ও টিভিএস আইকিউব এস'র প্রতিযোগিতা চলবে।