হাতে আর দশ দিন, Bajaj CNG বাইক সম্পর্কে ফাঁস হল নতুন তথ্য

By :  SUMAN
Update: 2024-06-25 12:51 GMT

হাতে আর ১০ দিনও নেই। আগামী ৫ জুলাই বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল বাজারে পা রাখতে চলেছে। তাই বর্তমানে আপকামিং বাইকটিকে ঘিরে জোরদার চর্চা চলছে। মডেলটির নাম এখনও নিশ্চিত করেনি বাজাজ অটো (Bajaj Auto)। তবে খবর, সিএনজি বাইকটি Bruzer নামে আত্মপ্রকাশ করতে পারে। পাশাপাশি এটি দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।

Bajaj CNG বাইকের দুই ভ্যারিয়েন্ট থাকতে পারে

বাজাজের সিএনজি মোটরসাইকেল সম্পর্কে এখনও সেভাবে বিস্তারিত তথ্য জানা না গেলেও, কয়েক মাস ধরে পুণের রাস্তায় এর প্রোটোটাইপ মডেলটির একাধিকবার টেস্টিং চালাতে দেখা গিয়েছে। ফাঁস হওয়া সেই ছবিগুলি ইঙ্গিত করছে, পরিবেশ সহায়ক এই বাইকটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে পা রাখবে।

পূর্বের স্পাই শটে প্রোটোটাইপ মডেলটিকে একটি রেগুলার কমিউটার মোটরসাইকেলের মতো দেখাচ্ছিল। কিন্তু ফাঁস হওয়া বিগত কয়েকটি ছবিতে বাইকটিতে হ্যান্ড গার্ড, সাম্প গার্ড এবং লম্বা সিঙ্গেল সিটের দেখা মিলেছে। যা দেখে বিশেষজ্ঞরা একপ্রকার নিশ্চিত যে, বাজাজের এই সিএনজি মোটরবাইক দুই ভ্যারিয়েন্টে হাজির হচ্ছে।

বলাবাহুল্য, দুই ভ্যারিয়েন্টের দাম ভিন্ন হবে। অর্থাৎ এর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর ক্রেতাদের আকৃষ্ট করতে সক্ষম হবে বাজাজ। জনপ্রিয় হলে সংস্থার আয় বাড়বে, তা খুবই স্বাভাবিক। অনুমান করা হচ্ছে, বাজাজ সিএনজি বাইকের দাম ৮০,০০০ টাকার কাছাকাছি হবে। মূল্যের বিচারে Hero Splendor রেঞ্জকে টক্কর দেবে।

Tags:    

Similar News