Bajaj Pulsar N125: বাজার কাঁপাতে আসছে 125 সিসির নয়া পালসার, থাকবে মনমাতানো ফিচার্স
সম্প্রতি Pulsar NS রেঞ্জের প্রতিটি বাইকে আপডেট দিয়েছে বাজাজ অটো (Bajaj Auto)। এবারে Pulsar N রেঞ্জে নতুন মডেল যোগ করতে চলেছে সংস্থা। Pulsar N125 বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে বাজাজ। আশা করা হচ্ছে, শীঘ্রই ভারতের বাজারে পা রাখবে এটি। এই প্রথম বাইকটির স্পাই শট প্রকাশ্যে এসেছে।
Bajaj Pulsar N125-এর টেস্টিং শুরু
নতুন Bajaj Pulsar N125-এ থাকবে মন মাতানো সব ফিচার্স। এছাড়াও ডিজাইন আকর্ষণীয় করে তুলতে আগ্রাসী এলইডি হেডলাইট, স্লিক ও শার্প লাইন দেওয়া হয়েছে। আবার Pulsar NS125-এর অ্যালয় হুইলের সাথে এর মিল বর্তমান। চলুন বাইকটির আর কোন কোন বৈশিষ্ট্য সামনে এসেছে, দেখে নেওয়া যাক।
নতুন প্রজন্মের Bajaj Pulsar N125-এ দেওয়া হচ্ছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও রিয়ার মোনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে সামনে এবং পেছনে ড্রাম ব্রেক থাকবে। মজার বিষয় হ্যান্ডেলবারের দৈর্ঘ্য Pulsar N150-এর হ্যান্ডেলের তুলনায় বেশি। অনুমান করা হচ্ছে, আগের এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল সমেত হাজির হবে এই বাইক। ফলে ব্লুটুথ কানেক্টিভিটি থাকলেও টার্ন বাই টার্ন নেভিগেশন থাকবে না।
Pulsar N125-এ থাকছে 125 সিসি ইঞ্জিন
আশা করা হচ্ছে, Pulsar N125 একটি 124.45 সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সমেত হাজির হবে। যা কিনা Pulsar NS125-এও বর্তমান। নতুন এই মডেল লঞ্চের ফলে বাজাজের 125 সিসি রেঞ্জ পুনঃজীবিত হবে বলেই অনুমান করা হচ্ছে।