Pulsar RS200 : ফুল-ফেয়ার্ড এই বাইকের জন্য পুরনো কালার স্কিম ফেরাল Bajaj
Pulsar RS200 বাইকের বাতিল হওয়া গ্রাফাইট ব্ল্যাক (graphite black) কালারটি পুনরায় ফিরিয়ে আনল বাজাজ (Bajaj)। BS4 ভার্সনে কালারটি থাকলেও BS6 পরিবেশ বিধি মেনে Pulsar RS200 বাইকটি আপডেট করার পর গ্রাফাইট ব্ল্যাক অপশনে এতদিন কেনার উপায় ছিল না। তবে, এবার সেই সুযোগ করে দিল বাজাজ।
গ্রাফাইট ব্ল্যাক ছাড়াও Bajaj Pulsar RS200 আগের মতো বার্ন্ট রেড, পিউটার গ্রে, এবং পার্ল, মেটালিক হোয়াইট রঙের বিকল্পে পাওয়া যাবে। Bajaj Pulsar RS200-এর গ্রাফাইট ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের দাম অফিসিয়ালি ঘোষণা হয়নি। তবে, বাকি কালার অপশনগুলির মতো এর দাম একই (১.৬১ লক্ষ টাকা) রাখা হবে বলে আমরা মনে করছি।
Bajaj Pulsar RS 200 মোটরবাইকে রয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমযুক্ত ট্রিপল স্পার্ক প্রযুক্তির ২০০ সিসি ইঞ্জিন, যা ৯৭০০ আরপিএমে ২৪.৫ পিএস পাওয়ার এবং ৮০০০ আরপিএমে ১৮.৭ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের ট্রিপল স্পার্ক সিস্টেম, বাইকটিকে দেয় আরো বেশি শক্তি, থ্রটল রেসপন্স এবং পিক-আপ। এছাড়া ইঞ্জিনের উন্নত কুলিং সিস্টেম অত্যন্ত উচ্চ তাপমাত্রায়ও সর্বোত্তম কার্যকারিতা সরবরাহ করে।
Bajaj Pulsar RS 200 প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১৪১ কিমি গতি তুলতে সক্ষম। ফলে পালসার রেঞ্জের দ্রুতগামী মডেল এটি। এন্ট্রি লেভেল ফেয়ার্ড মোটরসাইকেল সেগমেন্টে Pulsar RS 200-র সঙ্গে Yamaha YZF R15 ও KTM RC 200-এর প্রতিযোগিতা চলবে।