Clean Tech Scheme: গাড়ি সংস্থাগুলির জন্য ২৫,০০০ কোটি টাকার মেগা ইনসেন্টিভ কেন্দ্রের

By :  SHUVRO
Update: 2021-09-08 11:48 GMT

দূষণের পাশাপাশি তেল আমদানির খরচ ছেঁটে রাজকোষের চাপ কমাতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। তাই গাড়ি শিল্পের জন্য প্রস্তাবিত ৮ বিলিয়ন মার্কিন ডলারের ইনসেন্টিভ স্কিম বা ‘উৎসাহ ভাতা’ সংস্কারের পথে যে কেন্দ্র হাঁটতে চলেছে, সরকারি সূত্র মারফত তার ইঙ্গিত মিলেছিল কয়েকদিন আগেই। এখন জানা যাচ্ছে, পরিবেশবান্ধব প্রযুক্তির যানবাহনের উৎপাদন ও রফতানি বাড়ানোর জন্য পাঁচ বছরের মেয়াদে গাড়ি সংস্থাগুলিকে ৩.৫ বিলিয়ন (২৫,০০০ কোটি টাকা) ইনসেন্টিভ বা আর্থিক উৎসাহ দেবে ভারত সরকার। সরকারের এই প্রস্তাব সম্পর্কে ওয়াকিবহল দু'টি সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে।

প্রসঙ্গত, পূর্বে সরকারের উদ্দেশ্য ছিল, প্রধানত পেট্রোল গাড়ি ও তার যন্ত্রাংশ তৈরি করে দেশে বিক্রি ও বিদেশের বাজারে রপ্তানি করার জন্য নানা সংস্থাকে আর্থিক সুযোগ-সুবিধা দেওয়া। সেইসঙ্গে বৈদ্যুতিক গাড়ির জন্যও কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে হালে রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়, দূষণহীণ প্রযুক্তির উপর জোর দিতে আগ্রহী কেন্দ্র। তাই এবার থেকে ওই আর্থিক সুবিধা প্রকল্পের আওতায় কেবলমাত্র বৈদ্যুতিক গাড়ি ও হাইড্রোজেন জ্বালানি চালিত গাড়ি নির্মাতাদের উৎসাহিত করার লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, যেহেতু সরকারের কাছে এখন পরিবেশবান্ধব ও অত্যাধুনিক প্রযুক্তি গুরুত্ব পাচ্ছে, তাই নতুন প্রকল্পের আওতায় উৎসাহ ভাতা পাওয়ার জন্য উপযুক্ত সংস্থা থাকবে হাতেগোনা। বিষয়টির সাথে প্রত্যক্ষভাবে জড়িত এক সরকারি আধিকারিক বলেছেন, প্রাথমিকভাবে যে অর্থ বরাদ্দ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা পাঁচ বছরের মেয়াদে কাটছাঁট করা হয়েছে। তবে প্রকল্পের লক্ষ্য ছুঁতে পারলে ৮ বিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৫৮,৮৬৪ কোটি টাকা) ইনসেন্টিভ স্কিম নিয়ে ভাবনা-চিন্তা করা হতে পারে। তবে এ ক্ষেত্রে কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলেও জানিয়েছেন ওই আধিকারিক। তবে শর্তগুলা কী কী সেই নিয়ে কিছু বলেননি তিনি।

আরেকটি সূত্র জানিয়েছে, বহুজাগতিক সংস্থাগুলির বিনিয়োগ টানতে ভারতের ২৭ বিলিয়ন ডলারের বৃহত্তর কর্মসূচি অংশ হিসেবে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা করবে সরকার।

সরকারি সূত্রের খবর, ক্লিন টেক স্কিমের আওতায় ইনসেন্টিভ লাভের জন্য গাড়ি ও বাইক প্রস্তুতকারকদের নিদেনপক্ষে ৫ বছরের বেশি সময় ধরে ২৭২ মিলিয়ন ডলার বা (প্রায় ২,০০০) কোটি টাকা বিনিয়োগ করতে হবে। তারপর যোগ্যতা অর্জনকারী সংস্থাগুলি বৈদ্যুতিক ও হাইড্রোজেন জ্বালানি চালিত গাড়ির জন্য তাদের টার্নওভারের প্রায় ১৮ শতাংশ থেকে ২০ শতাংশ হারে ক্যাশব্যাক পেমেন্ট পাবে সরকারের কাছ থেকে।

এছাড়া ইনসেন্টিভ স্কিমের আওতায় আনা হবে অটো পার্টস নির্মাতাদেরও, যারা পরিবেশবান্ধব গাড়ির যন্ত্রাংশ তৈরির পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত পার্টস উৎপাদন এবং অন্যান্য উন্নত প্রযুক্তি যেমন সংযোগকারী গাড়িতে ব্যবহৃত সেন্সর এবং রাডার, অটোমেটিক ট্রান্সমিশন, ক্রুজ কন্ট্রোল এবং অন্যান্য ইলেকট্রনিক্সে বিনিয়োগে করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News