দশ হাজার টাকা সস্তায় কেনা যাবে ইলেকট্রিক স্কুটার ও বাইক, ভর্তুকি নিয়ে সরকার নিল বড় সিদ্ধান্ত
ভারতে ইলেকট্রিক বাইক বা স্কুটারের চাহিদা বাড়ছে। পেট্রোলের খরচ বাঁচাতেই মানুষ ইভি-র প্রতি ঝোঁক বাড়াচ্ছে। পাশাপাশি সরকারও পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি কিনতে উদ্বুদ্ধ করছে। সরকারের তরফে ইলেকট্রিক বাইক বা স্কুটারে ভর্তুকি দেওয়া হচ্ছে। তবে গুঞ্জন ছিল সরকার হয়তো এবার ভর্তুকি বন্ধ করে দেবে। কিন্তু সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে, আগামী সাত মাস এখনও বৈদ্যুতিক গাড়ির উপর ভর্তুকি পাওয়া যাবে।
ইলেকট্রিক গাড়ির উপর ভতুর্কির সময়সীমা বাড়ালো সরকার
পিএম ই-ড্রাইভ প্রকল্পে বৈদ্যুতিক দু'চাকার গাড়িতে ১০ হাজার টাকা ভর্তুকি দেয় ভারত সরকার। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত এই ভতুর্কি পাওয়া যাবে। আবার বৈদ্যুতিক তিন চাকার গাড়িতে ৫০ হাজার টাকা ভর্তুকি দিত সরকার। কিন্তু ২০২৪ সালের এপ্রিল থেকে এই পরিমাণ কমিয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
চার্জিং স্টেশন বাড়াতে উদ্যোগী হচ্ছে সরকার
কেন্দ্রীয় শিল্পমন্ত্রী এইচডি কুমারস্বামী বলেছেন যে, 'আমাদের লক্ষ্য ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে টু-হুইলার সেক্টরে প্রায় ১০ শতাংশ এবং থ্রি-হুইলার সেগমেন্টে প্রায় ১৫ শতাংশ গাড়ি আনার।' আর তাই বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে সরকার বেশি বেশি চার্জিং স্টেশন তৈরি করতে চাইছে।
আরও পড়ুন: প্রতিবেশী দেশে মিলবে AI প্রযুক্তির আধুনিক বাইক! বড় চমক নিয়ে হাজির ভারতীয় সংস্থা
ইলেকট্রিক গাড়ির উপর সবচেয়ে কম জিএসটি
ইলেকট্রিক গাড়ির বিক্রি বাড়াতে ভর্তুকি ছাড়াও সরকার সবচেয়ে কম জিএসটি আরোপ করেছে। ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে সরকার মাত্র পাঁচ শতাংশ জিএসটি নেয়।