বাইকের শখ? দাম বাড়ার আগেই মাইনে পেয়ে কিনুন সবচেয়ে সস্তা Harley Davidson X440

By :  SUMAN
Update: 2023-07-30 10:36 GMT

হিরো মোটোকর্প (Hero MotoCorp) ও হার্লে-ডেভিডসন (Harley-Davidson) চলতি মাসেই তাদের যৌথ উদ্যোগে তৈরি মোটরসাইকেল X440 লঞ্চ করেছে। একইসাথে বাজারে এসেছে Triumph Speed 400 ও Srambler 400X। ফলে চাহিদায় কিছুটা ভাটা পড়ার আশঙ্কা থাকলেও বাইকটির জনপ্রিয়তা প্রসঙ্গে পুরো ভিন্ন কথা শোনালো সংস্থাদ্বয়। বাজার থেকে হার্লে ডেভিডসনের সবচেয়ে সস্তার বাইকটি ব্যাপক সাড়া পাচ্ছে বলে দাবি করা হয়েছে। ফলে ৩ আগস্ট থেকে Harley-Davidson X440-এর বুকিং বন্ধ করা হচ্ছে বলে ঘোষণা করেছে হিরো। পরবর্তীতে বুকিং উইন্ডো খোলার সাথে এর দাম বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

Harley-Davidson X440-এর বুকিং দেখে খুশি Hero MotoCorp

হিরো মোটোকর্প-এর তরফে X440-এর বুকিংয়ের অঙ্ক নির্দিষ্ট ভাবে জানানো হয়নি। ১ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেল বুক করে ফেলেছেন, এমন ক্রেতাদের জন্য টেস্ট রাইড শুরু করার কথা জানিয়েছে কোম্পানি। ৩ আগস্টের আগে যারা বুক করবেন তাদের টেস্ট রাইডিংয়ে অগ্রাধিকার দেওয়া হবে। আবার এ বছর পুজোর মাস অর্থাৎ অক্টোবর থেকে বাইকটির ডেলিভারি চালু করা হবে। ডেলিভারির ক্ষেত্রেও বুকিং তারিখ মেনে চলা হবে।

Harley-Davidson X440-এর উচ্চ চাহিদার প্রসঙ্গে হিরো মোটোকর্প-এর সিইও নিরঞ্জন গুপ্তা বলেন, “Harley-Davidson X440-এর চাহিদা বাড়তে দেখে হৃদয় উদ্বেলিত হচ্ছে। চাহিদার পরিমাণ আমাদের প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। আমরা যে কারণে সাময়িকভাবে বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। বাইকপ্রেমীরা হার্লে-ডেভিডসন ও হিরো মোটোকর্পের উপর ভরসা ও ভালোবাসা রেখেছেন।”

নতুন সিলিন্ডারের বাইকটি রাজস্থানে হিরোর নিমরানা কারখানাতে তৈরি হবে। টু হুইলার কোম্পানিটি বলেছে, X440-এর চাহিদা জোগান দিতে এর উৎপাদন বাড়ানোর হচ্ছে। গত ৩ জুলাই ভারতের বাজারে বাইকটি লঞ্চ হয়েছিল। যার ডেনিম ভ্যারিয়েন্টের ইন্ট্রোডাক্টরি মূল্য ২.২৯ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। ভিভিড ও এস ভ্যারিয়েন্ট কিনতে খরচ পড়বে যথাক্রমে ২.৪৯ লক্ষ টাকা ও ২.৬৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে ৫,০০০ টাকার বিনিময় Harley-Davidson X440 বুক করা যাচ্ছে। বাইকটি হিরোর নতুন ২.০ প্রিমিয়াম নেটওয়ার্ক ডিলারশিপ এর মাধ্যমে ডেলিভারি দেওয়া হবে। সেখান থেকে X440 ছাড়াও তাদের আসন্ন Hero Karizma XMR 210-ও বিক্রি করা হবে। সম্প্রতি এদেশের সংস্থাটি Nightster 440 নামের ট্রেডমার্ক দায়ের করেছে। যা এদেশে হার্লে-ডেভিডসনের পরবর্তী মডেল হতে চলেছে বলে ইঙ্গিত দিচ্ছে।

Tags:    

Similar News