Royal Enfield Interceptor Bear 650: বুলেট-ক্লাসিক অতীত! কালীপুজোর আগে বাজার কাঁপানো বাইক নিয়ে হাজির রয়্যাল এনফিল্ড

Royal Enfield Interceptor Bear 650 - রয়্যাল এনফিল্ড বিয়ার ৬৫০ সংস্থার অন্যান্য ৬৫০ সিসি মডেলের মতো প্যারালাল টুইন ইঞ্জিন ছুটবে, যা ৪৭ হর্সপাওয়ার উৎপন্ন করতে সক্ষম।

Update: 2024-10-29 07:41 GMT

Royal Enfield Bear 650 অপেক্ষার অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করল। এটি সংস্থার ৬৫০ সিসির নতুন মোটরসাইকেল হিসাবে এসেছে। বাইকটি কোম্পানির জনপ্রিয় Interseptor 650-এর স্ক্র্যাম্বলার ভ্যারিয়েন্ট হিসাবে আনা হয়েছে। তবে এটির থেকে পৃথক করতে কমসেটিক ও মেকানিক্যাল দিক থেকে একাধিক আপগ্রেড যুক্ত হয়েছে। অন এবং অফ-রোডে চলতে সক্ষম এই মোটরবাইক অ্যাডভেঞ্চারপ্রেমীদের পছন্দ হবে বলে আশা করা হচ্ছে।

Royal Enfield Bear 650 ডিজাইন, কালার অপশন

ইন্টারসেপ্টর ৬৫০-এর উপর ভিত্তি করে নির্মিত হলেও, বিয়ার ৬৫০ সম্পূর্ণ আলাদা স্টাইলিং সহযোগে এসেছে। একটি স্ক্র্যাম্বলার মোটরসাইকেলের মতো দেখার জন্যই বাইকটির ডিজাইন করা হয়েছে। নতুন ভাবে নকশা করা সিট, নয়া একজস্ট সিস্টেম, ও উজ্জ্বল কালার স্কিম ডিজাইন আরও আকর্ষণীয় করে তুলেছে। এটি পাঁচটি রঙের বিকল্পে উপলব্ধ - বোর্ডওয়াক হোয়াইট, পেট্রোল গ্রিন, ওয়াইল্ড হনি, গোল্ডেন শ্যাডো এবং টু ফোর নাইন।

ইঞ্জিন স্পেসিফিকেশন

রয়্যাল এনফিল্ড বিয়ার ৬৫০ সংস্থার অন্যান্য ৬৫০ সিসি মডেলের মতো প্যারালাল টুইন ইঞ্জিন ছুটবে, যা ৪৭ হর্সপাওয়ার উৎপন্ন করতে সক্ষম। তবে ইঞ্জিনটি এমনভাবে মডিফাই করা হয়েছে যাতে এটি থেকে বেশি টর্ক পাওয়া যায়। ইন্টারসেপ্টরে ইঞ্জিনটি ৫২ এনএম টর্ক উৎপাদন করলেও আউটপুট বেড়ে নতুন বিয়ার ৬৫০-এ সেটা ৫৭ এনএম হয়েছে। টু ইন ওয়ান এগজস্ট সিস্টেমের সঙ্গে থাকছে ছয় গতির গিয়ারবক্স।

হার্ডওয়্যার ও ফিচার্স

ইন্টারসেপ্টর টেলিস্কোপিক ফর্ক পেলেও বিয়ার ৬৫০ আপসাইড ডাউন ফর্কের সঙ্গে এসেছে। তবে পিছনে আগের মতোই ডুয়াল শক অ্যাবজর্ভার, এলইডি হেডলাইট, ও ইনবিল্ট নেভিগেশন সহ টিএফটি ড্যাশবোর্ড মিলবে। বাইকটির সাসপেনশন ইন্টারসেপ্টরের তুলনায় বেশি ট্রাভেল অফার করে। আবার ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেমে পিছনের চাকায় এটি বন্ধ করে রাখা যাবে।

দাম ও ভারতে কবে লঞ্চ হবে

আমেরিকায় রয়্যাল এনফিল্ড বিয়ার ৬৫০-এর দাম ৬,৮৪৯ ডলার থেকে শুরু হচ্ছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫.৭৫ লক্ষ টাকা। তবে কাস্টমাইজেশন অপশন এবং অ্যাক্সেসরিজের উপর ভিত্তি করে খরচ বেশি হবে। উল্লেখ্য, এই বাইক ৫ই নভেম্বর ভারতে লঞ্চ হবে। দাম ৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News