Electric Bike: সস্তায় মিলবে ই-বাইক, বড় উদ্যোগ নিচ্ছে ভারতীয় সংস্থার সঙ্গে জোটে থাকা এই ব্র্যান্ড
প্রিমিয়াম ইলেকট্রিক বাইকের জন্য বিশ্বজুড়ে পরিচিত আমেরিকার Zero Motorcycles-এর সঙ্গে গত বছর জোট বেঁধেছিল ভারতের বৃহত্তম টু-হুইলার নির্মাতা Hero Motocorp। এদেশে দুই সংস্থা কবে ই-বাইক লঞ্চ করবে তা এখনও অজানা। তবে সম্প্রতি Zero FXE মডেলটিকে ভারতের রাস্তায় টেস্তিংয়ে দেখা গিয়েছে। এই খবরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে, Zero একটি মিনি ইলেকট্রিক বাইকের উপর কাজ করছে বলে জানা গিয়েছে।
জিরোর আপকামিং ইলেকট্রিক বাইকটি আরবান মার্কেটের জন্য তৈরি করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ফাঁস হওয়া পেটেন্ট ইমেজে এর সঙ্গে কিছুটা হোন্ডা গ্রুম মিনি মোটরসাইকেলের মিল খুঁজে পাওয়া যায়। জিরো সাধারণত দামি ইভি টু-হুইলার বানানোর জন্য পরিচিত। তবে আপকামিং মডেলটি সস্তায় লঞ্চ হতে পারে।
পেটেন্ট থেকে স্পষ্ট যে, সংস্থা বাইকটিতে রিমুভেবল অর্থাৎ অপসারণযোগ্য ব্যাটারি ব্যবহারের পরিকল্পনা করছে। ফলে ব্যাটারি খুলে যে কোনও জায়গায় চার্জে দেওয়া যাবে। বর্তমানে জিরোর সমস্ত ই-বাইকে ফিক্সড ব্যাটারি সেটআপ ব্যবহার করা হয়। নতুন মিনি ই-বাইকের হাত ধরে সেই কৌশল বদলাতে চলেছে তারা।
জিরোর মিনি ইলেকট্রিক বাইকের স্পেসিফিকেশন বা ফিচার্স কেমন হবে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আগামী দিনে এই সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়। ভারতে মিনি বাইকের বাজার নেই। তবে সেটি যদি ইলেকট্রিক অবতারে আসে, সে ক্ষেত্রে সাফল্যের মুখ দেখার সম্ভাবনা আছে। হিরোর হাত ধরে এটি ভারতে লঞ্চের আশা করা যায়।।