যে খবরের অপেক্ষায় ছিল সবাই, Activa Electric কখন লঞ্চ হবে জানালো Honda

By :  techgup
Update: 2024-09-11 14:26 GMT

বিগত কয়েক বছর ধরে Honda Activa ইলেকট্রিক ভার্সনের ডেভেলপমেন্ট চলছে। তবে এবার অপেক্ষার অবসান ঘটিয়ে খুব তাড়াতাড়ি EV অবতারে রাস্তায় ছুটতে দেখা যাবে Activa স্কুটিকে। গাড়ি নির্মাতাদের শীর্ষ সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়াম (SIAM)-এর 64তম সম্মেলনে হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়ার সিইও Tsutsumu Otani নিশ্চিত করেছেন, Honda Activa ইলেকট্রিক 2025 সালের মার্চে লঞ্চ হবে।

গত দুই দশক ধরে পেট্রল চালিত Honda Activa ভারতের সর্বাধিক বিক্রিত স্কুটারের তকমা ধরে রেখেছে। ইলেকট্রিক ভার্সনেও সেই দাপটের পুনরাবৃত্তি দেখা যাবে বলে আশা করা যায়। Activa EV একটি মাস-মার্কেট প্রোডাক্ট হবে। অর্থাৎ দাম আমজনতার নাগালের মধ্যে রাখা হবে। স্কুটারটিতে সোয়াপেবল ব্যাটারি ব্যবহার হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন : Huawei Mate XT: ইতিহাস লিখল হুয়াওয়ে, লঞ্চ হল বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন!

প্রসঙ্গত, কয়েক মাস আগে একটি অনলাইন রিপোর্ট থেকে জানা গিয়েছিল, জাপানি টু-হুইলার নির্মাতাটি গুজরাত এবং কর্ণাটকের কারখানায় দুই নতুন ম্যানুফ্যাকচারিং লাইন যোগ করতে চলেছে। 2024 সালের ডিসেম্বরের মধ্যে কর্ণাটক ফেসিলিটিতে Activa Electric-এর উৎপাদন শুরু হতে পারে।

আরও পড়ুন : Realme লঞ্চ করল 43, 50, 55 ও 65 ইঞ্চি স্ক্রিনের Smart TV, রয়েছে দুর্দান্ত সাউন্ড ও ডিসপ্লে

Honda Activa Electric একাধিক অত্যাধুনিক ফিচার্সের সঙ্গে আসবে। এতে টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, হিল-হোল্ড অ্যাসিস্টসিস্ট, রিভার্স মোড, রাইড মোড, এবং কীলেস স্টার্টিং সহ নানা বৈশিষ্ট্য থাকতে পারে। EV ভার্সনে Activa-র দাম 1 লাখ থেকে 1.30 লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে রাখা হবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News