হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) ভারতে ৫ কোটি দু'চাকা গাড়ি বিক্রির মাইলফলক পার করল। যার মধ্যে গত আড়াই বছরে সংস্থাটি এ দেশে বিক্রি করেছে ২.৫ কোটি স্কুটার। সুতরাং সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় বাজারে হোন্ডার রমরমা কতটা, তা এই পরিসংখ্যানেই স্পষ্ট। উল্লেখ্য, প্রথম ২.৫ কোটি গাড়ি বেচতে সংস্থার সময় লেগেছিল প্রায় ১৬ বছর।
২০০১ সালে ভারতের বাজারে প্রবেশ করেছিল হোন্ডা। তাদের লঞ্চ করা প্রথম মডেলটি ছিল অ্যাক্টিভা (Activa) স্কুটার। দীর্ঘ ২০ বছর পরও অ্যাক্টিভার জনপ্রিয়তা অটুট। ভারতের সর্বাধিক বিক্রিত স্কুটার তো বটেই। একই সঙ্গে এটি ভারতে হোন্ডার বেস্ট সেলিং মডেল হিসেবে পরিচিত। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, অ্যাক্টিভাই প্রথম স্কুটার মডেল, যা ভারতে কয়েকমাস আগে ২.৫ কোটি ইউনিট বিক্রির মাইলফলক অতিক্রম করেছিল। অর্থাৎ হোন্ডার বিক্রি করা ৫ কোটি টু-হুইলারের মধ্যে অর্ধেক অ্যাক্টিভ মডেলের।
বর্তমানে হোন্ডা অ্যাক্টিভা রেঞ্জে রয়েছে অ্যাক্টিভা ৬জি (Activa 6G) ও অ্যাক্টিভা ১২৫ (Activa 125) স্কুটার। এগুলি আবার একাধিক ভ্যারিয়েন্টে উপলব্ধ। ৬৯,০৮০ টাকা থেকে দাম শুরু এবং সবচেয়ে অ্যাডভান্সড মডেলের দাম ৭৯,৭৬০ টাকা।
হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার সিইও এবং প্রেসিডেন্ট আতসুশি ওগাতা সংস্থার কৃতিত্ব সম্পর্কে বলেছেন, "দুই দশকের বেশি সময় ধরে আমাদেহ প্রতি গ্রাহকেরা যে ভালভাসা ও ভরসা দেখিয়েছেন, তাতে আমরা উচ্ছসিত। শুরু থেকেই হোন্ডা গ্রাহকদের সর্বোত্তম মানের পণ্য ও সেরা বিক্রয় পরবর্তী পরিষেবা দেওয়া লক্ষ্য নিয়ে এগিয়েছে, এবং ভবিষ্যতেও তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।