বাজাজের তৈরি মেড-ইন-ইন্ডিয়া বাইক বিদেশে লঞ্চ করল প্রখ্যাত ব্রিটিশ সংস্থা Triumph

By :  SUMAN
Update: 2023-11-24 14:38 GMT

ভারতের মাঝারি ওজনের প্রিমিয়াম মোটরসাইকেলের দুনিয়া সরগরম করে এ বছর লঞ্চ হয়েছে Triumph Speed 400 ও Scrambler 400X। ভারতের পর এবার বাইক দুটি মালয়েশিয়ার বাজারে লঞ্চের ঘোষণা করল ট্রায়াম্ফ (Triumph)। দুই দেশে যা সংস্থার সবচেয়ে সস্তার মডেল। বাজাজের সাথে যৌথ উদ্যোগে মহারাষ্ট্রে বাজাজের কারখানায় তৈরি হচ্ছে ব্রিটিশ বাইক দু'টি। ভারতের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে পা রেখেছে। ২০২৪ সালের শুরুতে ব্রিটেন সহ ইউরোপের অন্যান্য দেশেও পা রাখবে Triumph Speed 400 ও Scrambler 400X।

Triumph Speed 400 ও Scrambler 400X খুঁটিনাটি

মালয়েশিয়ার বাজারে লঞ্চ হওয়া Triumph Speed 400 ও Scrambler 400X-এ দেওয়া হয়েছে একটি ৩৯৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, DOHC ইঞ্জিন। যা থেকে ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৩৯ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন হয়। Euro-5 নির্গমন বিধি পালনকারী উভয় বাইকের ইঞ্জিনে দেওয়া হয়েছে ৬-গতির গিয়ারবক্স।

রোডস্টার Triumph Speed 400 ও স্ক্র্যাম্বলার Scrambler 400X-তে উপস্থিত সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অল এলইডি লাইটিং এবং ১৩ লিটার ফুয়েল ট্যাঙ্ক। Speed Twin-এর থেকে অনুপ্রাণিত হয়ে আসা Speed 400-তে আছে ছোট অ্যালয় হুইল এবং নিচু সিট। অন্যদিকে Scrambler 900-এর আদলে তৈরি Scrambler 400X-এ দেওয়া হয়েছে ১৯ ইঞ্চি ও ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। এতে বৈশিষ্ট্য হিসেবে রয়েছে সুইচেবেল ট্রাকশন কন্ট্রোল সমেত রাইড বাই ওয়্যার, ডুয়েল চ্যানেল এবিএস এবং রিয়ার এবিএস নিষ্ক্রিয় করে রাখার ব্যবস্থা।

মালয়েশিয়ার বাজারে Triumph Speed 400-এর দাম ২৬,৯০০ রিঙ্গিত (ভারতীয় মুদ্রায় প্রায় ৪.৮০ লাখ) এবং Triumph Scrambler 400X-এর মূল্য ২৯,৯০০ রিঙ্গিট (ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৩৩ লাখ) ধার্য করা হয়েছে। প্রসঙ্গত, ভারতে বাইক দু'টির দাম যথাক্রমে ২.৩৩ লক্ষ টাকা ও ২.৬২ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Tags:    

Similar News