Maruti Suzuki E Vitara: ক্রেতাদের মন জিতবে মারুতি সুজুকির প্রথম ইলেকট্রিক গাড়ি, দেখলে প্রেমে পড়তে বাধ্য!
Maruti Suzuki E Vitara Launch Date - মারুতি সুজুকি ভিটারা গাড়ির ইভি ভার্সন সামনে আনল সংস্থা। দুর্দান্ত লুক, সেরা ফিচার্স নিয়ে হাজির এই গাড়ি। টক্কর দেবে টাটা কার্ভ ইভিকে।
দেরি করে এলেও, অবশেষে ইলেকট্রিক গাড়ির বাজারে ঝড় তোলার মতো ইভি হাজির করল মারুতি সুজুকি। প্রকাশ পেল ভিটারার ইলেকট্রিক ভার্সন। টাটা, মাহিন্দ্রা, হুন্ডাই তিন সংস্থাকেই চ্যালেঞ্জ দিতে প্রস্তুত মারুতি। লুকে যেমন নজরকাড়া তেমনই আধুনিক ফিচার্স ও ডিজাইন। পরের বছর শুরু হবে গাড়ির উৎপাদনে। ২০২৫ সালেই আনুষ্ঠানিক লঞ্চ হবে ভিটারা ইভির।
মারুতি সুজুকি ই-ভিটারা
জানা গিয়েছে, ২০২৫ সালে অনুষ্ঠিত ভারত মোবিলিটি এক্সপোতে গাড়িটি সামনে আনবে মারুতি। এই গাড়ি তৈরি করা হবে হার্টটেক্ট ই-প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে। ইলেকট্রিক গাড়ি বানানোর জন্য এই বিভাগ চালু করেছে সুজুকি এবং টয়োটা। দুই জাপানি অটোমোবাইল জায়েন্টের দক্ষ ইঞ্জিনিয়ারিং কৌশলের উপর ভর করে বাজারে আসবে এই গাড়ি।
একনজরে স্পেসিফিকেশন
দু’ধরনের ব্যাটারির বিকল্প থাকবে - ৪৯ কিলোওয়াট আওয়ার এবং ৬১ কিলোওয়াট আওয়ার। গাড়ির রেঞ্জ ৫০০ কিলোমিটার হবে বলে আশা করা হচ্ছে। এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্ট অর্থাৎ সবথেকে সস্তা মডেলটি সর্বোচ্চ ১৪২ হর্সপাওয়ার এবং ১৮৯ পিক এনএম টর্ক তৈরি করতে পারবে বলে দাবি মারুতির। টপ মডেলে পাওয়া যাবে ১৭১ হর্সপাওয়ার। গাড়িতে ফোর হুইল ড্রাইভ প্রযুক্তিও থাকবে।
গাড়ির অন্দর ঝাঁ চকচকে ডিজাইন, সিট লেআউট এবং স্মার্ট ফিচারে ঠাসা থাকবে। কোম্পানির দাবি, এর আগে কোনও গাড়িতে এমন ডিজাইন ও ফিচার্স রাখা হয়নি। বড় ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ইনফোটেনমেন্ট স্ক্রিন থাকবে। টু স্পোক ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল মিলবে ইলেকট্রিক এসইউভিতে। ফিচার, ডিজাইন এবং পারফরম্যান্স কোনও ক্ষেত্রে কমতি রাখছে না মারুতি।
মারুতি সুজুকি ই-ভিটারার সম্ভাব্য দাম ১৮ থেকে ২২ লাখ টাকা। এই গাড়ি সরাসরি টেক্কা দেবে টাটা কার্ভ ইভিকে। বর্তমানে ইলেকট্রিক গাড়ির বাজারে সবথেকে বেশি শেয়ার টাটা মোটরসের। এছাড়াও তালিকায় রয়েছে হুন্ডাই, এমজি এবং মাহিন্দ্রার ইলেকট্রিক গাড়ি।