আমজনতার জন্য সস্তায় নয়া সিএনজি বাইক লঞ্চ করবে Bajaj, বিরাট ঘোষণা করল সংস্থা

By :  techgup
Update: 2024-08-27 12:02 GMT

বিশ্বের প্রথম সিএনজি বাইক, Bajaj Freedom 125 ভারতে লঞ্চ হয়েছে বেশি দিন হয়নি। গত মাসে দেশে আত্মপ্রকাশ করেছে এটি। তবে এরই মধ্যে ফ্রিডমের লো-কস্ট বা কমদামি ভ্যারিয়েন্টের আগমনের জল্পনা শোনা যাচ্ছে। অর্থাৎ বাজাজ আরও সস্তায় সিএনজি মোটরসাইকেল বাজারে আনার পরিকল্পনা করছে। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাজাজ'র সিইও রাজীব বাজাজ নিশ্চিত করেছেন, তাদের দ্বিতীয় সিএনজি বাইক শীঘ্রই লঞ্চ হবে, সম্ভবত এই অর্থবর্ষের শেষে।

বর্তমানে ক্লিন এনার্জি ভেহিকেলের উপর মনোযোগ দিচ্ছে বাজাজ। তাদের লক্ষ্য, দূষণ সৃষ্টি করবে না এমন যানবাহন বেশি করে তৈরি করা। Freedom প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে একাধিক ভ্যারিয়েন্ট লঞ্চের ইঙ্গিত দিয়েছে কোম্পানি। আপকামিং সিএনজি বাইকটিতে 100-110 সিসির ইঞ্জিন থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। স্টাইলিং বা ডিজাইন অপরিবর্তিত থাকার সম্ভাবনা।

রাজীব বাজাজ জানিয়েছেন, আগস্টে ফ্রিডম 125-এর পুরোদমে প্রোডাকশন শুরু হয়েছে। এই মাসে 8000 থেকে 9000 ইউনিট ডিসপ্যাচ হয়েছে। বাজাজ'র লক্ষ্য, সংখ্যাটা 20,000 ইউনিটে নিয়ে যাওয়া। আবার জানুয়ারির মধ্যে মাসে 40,000 সিএনজি বাইক বিক্রির ব্যাপারে আশাবাদী সংস্থা। উল্লেখ্য, গত মাসে সংস্থা প্রায় 2,000 সিএনজি মোটরসাইকেল ডেলিভারি দিয়েছে।

Bajaj-এর নতুন CNG বাইক সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে এটি ক্যামোফ্ল্যাজ করা অবস্থায় সম্প্রতি রাস্তায় দেখা গিয়েছে। খরচ কমিয়ে সস্তায় লঞ্চ করার লক্ষ্যে বেশ কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে। যেমন ফ্রিডম 125-এ এলইডি হেডলাইট থাকলেও নতুন মডেলে হ্যালজেন ল্যাম্প আছে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া, বাজাজ ফ্রিডমে যেখানে টেলিস্কোপিক ফর্ক একটি কভারে ঢাকা, সেখানে নতুন বাইকে সাধারণ ফর্ক গেইটার ও সিঙ্গেল টোন কালার রয়েছে।

Tags:    

Similar News