Hero Xpulse 210: ২১০ সিসির চাবুক মোটরসাইকেল নিয়ে এল হিরো, পাহাড় থেকে জঙ্গল ছুটবে অনায়াসে
Hero Xpulse 210 - নতুন প্রজন্মের হিরো এক্সপাল্স ২১০ অ্যাডভেঞ্চার বাইক উন্মোচন করল হিরো। মিলান মোটরসাইকেল শো-তে এই বাইক বিশ্বের সামনে তুলে ধরল ভারতীয় সংস্থাটি।
রাফ অ্যান্ড টাফ বাইক হিরো এক্সপাল্স ২০০ ৪ভি। এবার সেই বাইকের আপডেটেড ভার্সন আনল সংস্থা। এদিন ২০২৪ মিলান মোটরসাইকেল শো-তে বিশ্বের সামনে এক্সপাল্স ২১০ মডেল তুলে ধরল হিরো মটোকর্প। নতুন অ্যাডভেঞ্চার বাইকটিতে থাকছে শক্তিশালী ইঞ্জিন, নতুন স্টাইল এবং বেশি ফিচার্স। অ্যাডভেঞ্চার বাইকের ক্ষেত্রে জমি শক্ত করতে সংস্থার বাজি এখন এই মোটরসাইকেল।
হিরো ডাকার বাইকের ডিজাইন থেকে অনুপ্রাণিত নয়া এক্সপাল্স। হিরো মটোকর্পের রেসিং টিম দ্বারা ডিজাইন করা হয়েছে এই বাইক। ৬ স্পিড গিয়ারের সঙ্গে ফাটাফাটি ইঞ্জিন এবং হর্সপাওয়ার পাওয়া যাবে ২০২৪ এক্সপাল্স অ্যাডভেঞ্চার বাইকে।
হিরো এক্সপাল্স ২১০ বাইকের স্পেসিফিকেশন ও ফিচার্স
এই বাইকে মিলবে নতুন ২১০ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন সিলিন্ডার। আগের ইঞ্জিনে যেসব কমতি ছিল তা এই মডেলে শুধরে নেওয়া হয়েছে বলে দাবি সংস্থার। সর্বোচ্চ ২৪.৫ হর্সপাওয়ার এবং ২০.৪ এনএম টর্ক তৈরি করতে পারে এই বাইক। রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স এবং স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ।
বর্তমানে যে এক্সপাল্স বিক্রি হয় তাতে তুলনামূলক কম শক্তিশালী ১৯৯ সিসি ইঞ্জিন রয়েছে। সর্বোচ্চ ১৮.৯ হর্সপাওয়ার এবং ১৭.৩৫ এনএম টর্ক তৈরি করতে পারে এই বাইক। রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। নতুন বাইকের হার্ডওয়্যারে আমূল বদল করেছে হিরো মটোকর্প।
সাসপেনশনে থাকছে সামনে টেলিস্কপিক ফর্ক ও পিছনে মনোশোক। দু'চাকাতেই ডিস্ক ব্রেক এবং সুইচেবেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের সুবিধা রয়েছে বাইকে। শুধু অনবদ্য ইঞ্জিন নয়, ব্রেকিং ও সাসপেনশনেও সমান মনোযোগ দিয়েছে সংস্থা। এছাড়াও ৪.২ ইঞ্চি টিএফটি স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, এসএমএস এলার্ট, টার্ন-বাই-টার্ন নেভিগেশনের মতো স্মার্ট ফিচার্সও যোগ করা হয়েছে বাইকে।
সবমিলিয়ে দুর্দান্ত অফ-রোডিং দক্ষতা রয়েছে এই বাইকে। উল্লেখ্য, যেহেতু এটি সবে প্রদর্শন করা হয়েছে তাই এখনই বাজারে পাওয়া যাবে না। তবে আশা করা যায়, ২০২৫ সালের শুরুর দিকেই দেশের বাজারে হাজির হতে পারে নতুন হিরো এক্সপাল্স ২১০ অ্যাডভেঞ্চার বাইক।