ইলেকট্রিক স্কুটার কিনলে পাবেন গাড়ি, ল্যাপটপ, মোবাইল-সহ আরও কত কিছু! দিওয়ালি অফার আনল Okaya

By :  SUMAN
Update: 2022-10-19 11:58 GMT

দিওয়ালিতে একটি নতুন দু’চাকার গাড়ি বাড়িতে আনা গেলে কিন্তু মন্দ হয় না! এমন ইচ্ছা বহু মানুষের মনেই দেখা দিয়েছে। অনেকে তো আবার আগে গাড়ি না কিনে পুজোর সময় আকর্ষণীয় অফারের সাথে কিনবেন বলে সারা বছর অপেক্ষা করে থাকেন। এবারে গ্রাহকদের সেই মনোবাঞ্ছা পূরণ করতে ‘ফেস্টিভ বোনাঞ্জা স্কিম’-এর ঘোষণা করেছে ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের সংস্থা ওকায়া ইভি (Okaya EV)। এটি যে কেবল লোভনীয় অফার তাই নয়, এখনও পর্যন্ত ভারতের বৃহত্তম দিওয়ালি ধামাকা অফার বলা যেতে পারে। কারণ শুনলে আপনিও এই সংস্থার ইলেকট্রিক স্কুটার কেনার জন্য লাফিয়ে উঠবেন।

ওকায়া ইভি “লাকি ওয়ে লাকি” নামক একটি অফার চালু করেছে। যার আওতায় ক্রেতারা বোকায়ার ইলেকট্রিক স্কুটার কিনলে পুরস্কার হিসেবে গাড়ি, ল্যাপটপ, মাইক্রোওয়েভ, মোবাইল ফোন, এলইডি টিভি, রুপোর কয়েন এবং ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পুরস্কার জিতে নিতে পারবেন। ই-স্কুটার কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার।

ভারতের দীর্ঘদিনের অন্যতম বৈদ্যুতিক গাড়ি সংস্থা হিসেবে বর্তমানে এদেশের চার্জিং স্টেশনের ৫০% শেয়ার রয়েছে ওকায়ার ঝুলিতে। ClassIQ এবং AvionIQ ইলেকট্রিক স্কুটার দুটির হাত ধরে ২০২১-এর জুলাইয়ে ভারতের বাজারে প্রথম পা রেখেছিল সংস্থাটি। এরপর গত বছর সেপ্টেম্বরে তারা Freedum নামে একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ই-স্কুটার লঞ্চ করে। এরপরই ডিসেম্বরে ওকায়া তাদের বেশি রেঞ্জের মডেল Faast F4 বাজারে হাজির করে। সিঙ্গেল চার্জে এটি ১৪০ থেকে ১৬০ কিমি পথ দৌড়তে সক্ষম। গতকাল আবার Faast F4-এর দুই ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে ওকায়া। যাদের নাম Faast F2B ও Faast F2T

ওকায়ার গর্ব যে এলপিএফ ব্যাটারির মাধ্যমে তারা গ্রাহকের সুরক্ষা প্রদান করে চলেছে। Faast F4 লঞ্চের কিছুদিনের মধ্যেই প্রথম ১০ ইলেকট্রিক টু-হুইলার সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত হয় ওকায়া। বর্তমানে তাদের ২৩টি রাজ্য এবং ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৫৫০-এর বেশি ডিলারশিপ রয়েছে। সংস্থাটি জানিয়েছে, গ্রাহকরা চাইলে বিভিন্ন অনলাইন ই-কমার্স সংস্থা থেকেও এই অফারের সুবিধা উপভোগ করতে পারবেন। ৭৪,৮৯৯ টাকা থেকে শুরু করে বর্তমানে তাদের ৮৯,৯৯৯ টাকা পর্যন্ত দামের ইলেকট্রিক স্কুটার রয়েছে। এই দামের উপর গ্রাহকরা আবার রাজ্য বিশেষে ৫,০০০-২২,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন।

Tags:    

Similar News