Ola Electric স্কুটারের রিজার্ভেশন পুনরায় চালু হল, সময় থাকতে মাত্র ৪৯৯ টাকায় বুকিং সেরে ফেলুন

By :  SHUVRO
Update: 2021-10-06 05:29 GMT

গত ১৫ সেপ্টেম্বর খোলা হয়েছিল Ola S1 ও S1 Pro ই-স্কুটারের পারচেজ উইন্ডো৷ প্রথম দিনেই বিপুল সাড়া পায় ওলা। এক দিনে ভারতে সমস্ত সংস্থা মিলিয়ে যত মোটরসাইকেল-স্কুটার বিক্রি হয়, তার চেয়েও বেশি সংখ্যায় বিক্রি হয়েছিল Ola S1 ই-স্কুটার। বুকিং চালু করার ২৪ ঘণ্টা না কাটতেই ৬০০ কোটি টাকার স্কুটার বিক্রি করেছিল ওলা ইলেকট্রিক। সেই রেশ বজায় রেখে দ্বিতীয় দিনে আরও ৫০০ কোটি টাকার ব্যবসা করেছিল সংস্থাটি। অর্থাৎ দু’দিনেই ১১০০ কোটি টাকা মূল্যের ই-স্কুটার বিক্রি করেছিল ওলা। গাড়ির ক্ষেত্রে ভারতের অনলাইন রিটেল মার্কেটে যা একটি রেকর্ড। উৎসবের মরসুম থেকে ফায়দা তোলার জন্য এবার পুনরায় Ola S1 ও S1 Pro ইলেকট্রিক স্কুটারের বুকিং চালু করা হয়েছে।

ওলা ইলেকট্রিক ওয়েবসাইটে গিয়ে রিজার্ভেশন করা যাবে। বুকিংয়ের জন্য দিতে হবে ৪৯৯ টাকা। কেনার সময় EMI-এর সুবিধা পাওয়া যাবে। ক্রেতাদের সহজ কিস্তিতে ঋণ নেওয়ার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, জন স্মল ফিনান্স ব্যাঙ্ক, এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা প্রাইম, ও টাটা ক্যাপিটাল-এর সাথে হাত মিলিয়েছে ওলা। আবার ফিন্যান্স অপশন না নিতে চাইলে কেবলমাত্র অগ্রিম দিয়েই কিনে ফেলা যাবে Ola S1 ও S1 Pro স্কুটার।

https://twitter.com/OlaElectric/status/1445078325253193729?t=jFV38a1fzy3Nf4zBdK5G_w&s=19

যাঁরা আগে বুকিং করবেন, স্কুটার ডেলিভারির ক্ষেত্রে তাঁদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অনলাইন শপিং করে যেমন বাড়ির দোরগোড়ায় অর্ডার পেয়ে যান, তেমনই ওলার তরফে স্কুটার আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

Ola S1-এর দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। অন্য দিকে, Ola S1 Pro-র দাম ১,২৯,৯৯৯ টাকা (কেন্দ্রের ফেম-২ ভর্তুকি ধরে)। বিভিন্ন রাজ্যের দেওয়া ভর্তুকির পর আরও সস্তায় কেনা যাবে স্কুটারগুলি। যেমন গুজরাতে S1-এর দাম সবচেয়ে কম - ৭৯,৯৯৯ টাকা।

একবার চার্জ দিলে Ola S1 ইলেকট্রিক স্কুটার চলবে ১২১ কিমি পথ। ০-৪০ কিমি/ঘন্টা গতিবেগ তুলতে সময় নেবে ৩.৬ সেকেন্ড। সর্বোচ্চ গতিসীমা ৯০ কিমি/ঘন্টা। অন্যদিকে, এক চার্জে Ola S1 Pro পার করতে পারবে প্রায় ১৮১ কিলোমিটার পথ। এটি মাত্র ৩ সেকেন্ডে ০-৪০ কিমি/ঘন্টা গতি তুলতে সক্ষম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News