Ola ইলেকট্রিক স্কুটারে ৫০,০০০ টাকার বেশি ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকারের FAME-II স্কিম

By :  SHUVRO
Update: 2021-08-03 14:03 GMT

অনেকের মুখে মুখে ঘুরছিল, ওলা স্বাধীনতা দিবসের চেয়ে আর পয়মন্ত দিন পাবে না। ফলে সে দিনই ওলা তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার অফিসিয়ালি লঞ্চ করবে বলে জোর জল্পনা চলতে থাকে। জল্পনা সত্যি করে আজই ওলার সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, ১৫ আগস্ট আত্মপ্রকাশ করতে চলেছে বহু প্রত্যাশিত ওলা ইলেকট্রিক স্কুটার (Ola Electric Scooter)। ট্রেডমার্ক নথি থেকে অনুমান করা হচ্ছে যে ওলা স্কুটার তথা Series S (অফিসিয়াল নাম) দু'টি ভ্যারিয়েন্টে আসবে - ওলা এস১ (Ola S1) এবং টপ-স্পেকস মডেল ওলা এস১ প্রো (Ola S1 Pro)। সাম্প্রতিক কালে গ্রাহকদের মধ্যে ওলা ইলেকট্রিক (Ola Electric)-এর স্কুটার নিয়ে প্রচন্ড উন্মাদনা চোখে পড়ছে। তার অন্যতম কারণ অবশ্যই ওলার মার্কেটিং শৈলী।

মার্কেটিংয়ের প্রয়োগ-কৌশলকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে তারা। একের পর এক ফিচার টিজ করে গ্রাহকদের মধ্যে ওলার ইলেকট্রিক স্কুটার সম্পর্কে দারুণ আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে সংস্থাটি। ফলস্বরূপ, গত ১৫ জুলাই প্রি-বুকিং শুরু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে এক লাখ স্কুটার বুকিং গ্রহণ করেছে ওলা। ব্যাটারিচালিত চার চাকার গাড়ি বাজারে টেসলা (Tesla) যে বিপ্লব এনেছিল, ভারতে ওলার হাত ধরে ব্যাটারিচালিত দু'চাকার গাড়ির বাজারে সেই বিপ্লব আসবে বলে মত ওয়াকিবহল মহলের।

ডিলারের মধ্যস্থতা ছাড়াই সরাসরি গ্রাহকের দোরগোড়ায় ওলা সিরিজ এস স্কুটারের হোম ডেলিভারি করা হবে। একবার চার্জ দিলেই এই স্কুটার চলবে প্রায় ১৫০ কিলোমিটার। এত লম্বা ড্রাইভিং রেঞ্জের রহস্য কী? ওলা তা খোলসা করেনি। যদিও রিপোর্ট বলছে প্রায় ৩.৬ কিলোওয়াট ক্ষমতার ব্যাটারি থাকবে ওলা স্কুটারের এস১ প্রো ভ্যারিয়েন্টে। ক্যাপাসিটির নিরিখে যা ভারতে উপলব্ধ ইলেকট্রিক টু-হুইলারগুলির মধ্যে সর্বোচ্চ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় - ওলা স্কুটারের দাম। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, ১.৫০ লক্ষ টাকার আশেপাশে থাকবে ওলা স্কুটারের এক্স-শোরুম মূল্য। তবে  ফেম-২ প্রকল্পের অধীনে ৫১,০০০ টাকা থেকে ৫২,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন গ্রাহকেরা। এই প্রকল্পের আওতায় আসার জন্য ইলেকট্রিক টু-হুইলারে বেশ কিছু মানদন্ড নির্ধারণ করা হয়েছে। সেগুলি ওলা স্কুটার উতরে যাবে বলেই মত বিশেষজ্ঞদের।

Fame II প্রকল্প Ola Electric স্কুটারকে আরও সস্তা করবে

দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে কেন্দ্রের হাতিয়ার ফাস্টার অ্যাডাপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকলস (ফেম)। এখন তার দ্বিতীয় পর্যায় (ফেম-২) চলছে।

ব্যাটারির ক্ষমতা হিসেবে দুই, তিন বা চার চাকার বৈদ্যুতিক গাড়ি কিনলে মেলে সরকারি ভর্তুকি। ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয়, কেন্দ্র সরাসরি গাড়ি নির্মাতাকে আর্থিক সুবিধা দেয়। গাড়ির এক্স-শোরুমের দামে সেই ভর্তুকি যোগ করা হয়। ফলে ভর্তুকির কারণে সংস্থার উৎপাদন ব্যয় কমে যায়। লাভবান হয় কোম্পানি এবং কাস্টমার - দু'জনেই। আবার সংশোধনী এনে কেন্দ্রীয় সরকার গত জুনে সেই প্রকল্প আর্থিক সুবিধার পরিমাণ বাড়িয়ে কিলোওয়াট পিছু ১৫,০০০ টাকা করেছে। ফলে সেই হিসেবে ফেম-২ প্রকল্পের ভর্তুকি ধরে ১ লক্ষ টাকার নীচে নেমে যেতে পারে ওলা ইলেকট্রিক স্কুটারের এস১ প্রো ভ্যারিয়েন্টের দাম।

Ola ইলেকট্রিক স্কুটারের দামে State Subsidy-র প্রভাব

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বেশ কিছু রাজ্য সরকার পৃথক বৈদ্যুতিক গাড়ি নীতি প্রণয়ন করছে। বিশেষ করে গুজরাত এবং মহারাষ্ট্র ব্যাটারিচালিত টু-হুইলার ক্রেতাদের সবচেয়ে বেশি আর্থিক সুবিধা দিচ্ছে। মহারাষ্ট্র সর্বোচ্চ ২৫,০০০ টাকা এবং গুজরাত সরকার সর্বাধিক ২০,০০০ টাকা সাবসিডি প্রদান করছে। ফলে রাজ্যের অতিরিক্ত সাবসিডি ওলা স্কুটারের দামকে প্রভাবিত করতে চলেছে।

Ola ইলেকট্রিক স্কুটার ফিচার

মোট দশটি রঙে আসছে ওলা স্কুটার - রেড, ব্লু, ইয়েলো, সিলভার, গোল্ড, পিঙ্ক, ব্ল্যাক, ব্লু, গ্রে, এবং হোয়াইট। ওলা স্কুটারে টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সাইড স্ট্যান্ড কাট-অফ সিস্টেম, টুইন এলইডি হেডল্যাম্প, এলইডি টেলল্যাম্প, ক্লাউড কানেক্টিভিটি, অ্যাপ বেসড কী-লেস অ্যাক্সেস (অ্যাপের সাহায্যে চাবি ছাড়াই স্কুটার চালু) , টার্ন-বাই-টার্ন নেভিগেশন ফিচার থাকবে। এছাড়া এই সেগমেন্টে সবচেয়ে বড় বুট স্টোরেজ থাকছে ওলা স্কুটারে।

Ola ইলেকট্রিক স্কুটারের প্রি-বুকিং কীভাবে করবেন

মাত্র ৪৯৯ টাকা! হ্যাঁ, ঠিকই শুনেছেন। নীচের পদ্ধতি অনুসরণ করে ৫০০ টাকার কমে আপনি ওলা স্কুটারের অগ্রিম বুকিং করতে পারবেন।

১. প্রথমে olaelectric.com-এ লগ অন করে রিজার্ভ ফর ৪৯৯ বাটনে ট্যাপ করুন।

২. মোবাইল নম্বর দিয়ে, ক্যাপচা ভেরিফিকেশন বক্সে টিক মেরে তারপর ‘নেক্সট’ অপশনে ক্লিক করুন।

৩. মোবাইল ফোনে আসা ওটিপি বসিয়ে ‘নেক্সট’-এর উপর ট্যাপ করুন।

৪. তারপর একটি ডায়লগ বক্স আসবে। সেখানে ৪৯৯ টাকা পেমেন্ট করার জন্য তিনটি পেমেন্ট অপশন দেখা যাবে – ডেবিট/ক্রেডিট কার্ড, ইউপিআই, এবং নেটব্যাঙ্কিং।

৬. সুবিধামতো পেমেন্ট অপশন চয়ন করার পর পেমেন্ট গেটওয়ে আসবে।

৭- পেমেন্ট সাক্সেসফুল হওয়ার পর এসএমএস বা ইমেল মারফত আপনার ফোনে অর্ডার আইডি এবং অন্যান্য তথ্য চলে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News