Ola ভারতে তৈরি ইলেকট্রিক স্কুটার ইতালিতে লঞ্চ করবে? সংস্থার ঘোষণায় জল্পনা তুঙ্গে

By :  SUMAN
Update: 2022-11-05 11:46 GMT

ভারতের ইলেকট্রিক টু-হুইলারের বাজার কাঁপিয়ে এবার ওলা ইলেকট্রিক (Ola Electric) বিদেশের বাজারে আধিপত্য কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যেই সংস্থাটি নেপালে তাদের S1 ও S1 Pro স্কুটার লঞ্চের ঘোষণা করেছে। সে দেশের স্থানীয় সংস্থা চৌধুরী গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে ব্যবসা করবে ওলা। এবারে তারা ইতালিতে পদার্পণের কথা ঘোষণা করল। ইতালির মিলানে আসন্ন আন্তর্জাতিক মোটরসাইকেল প্রদর্শনী অনুষ্ঠান EICMA 2022-তে S1 ও S1 Pro সর্বসমক্ষে হাজির করবে ওলা।

এই প্রসঙ্গে ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল টুইট বার্তায় জানিয়েছেন, “আগামী সপ্তাহে ইতালির প্রদর্শনী অনুষ্ঠানে আমরা আমাদের সেরা স্কুটার উন্মোচনের পরিকল্পনা করছি।” এছাড়াও সংস্থাটি তাদের জনপ্রিয় S1 ও S1 Pro স্কুটার দুটি লাতিন আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতেও লঞ্চের পরিকল্পনা করছে।

https://twitter.com/bhash/status/1588569019619368960?t=w655I45ibIOURvAlpeQOQA&s=19

এদিকে দিপাবলী উপলক্ষ্যে ওলা তাদের সবচেয়ে সস্তা ই-স্কুটার S1 Air লঞ্চ করেছে ওলা। লঞ্চের সময় এটির দাম ৭৯,৯৯৯ টাকা রাখা হলেও বর্তমানে কিনতে ৮৪,৯৯৯ টাকা খরচ পড়বে। আবার কম দামি স্কুটার লঞ্চের সাথেই নতুন সফটওয়্যার MoveOS 3 রিলিজ করেছে তারা। যার ফলে স্কুটারে একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে। যেমন প্রক্সিমিটি মোড, ভ্যাকেশন মোড, স্ক্রিন কল, অটো রিপ্লাই মোড, স্কুটারের মাল্টি শেয়ারিং, পার্টি মোড, হাইপার চার্জিং ও আরও অন্যান্য বৈশিষ্ট্য।

এছাড়া, ২০২৪-এর মধ্যে নিজেদের প্রথম ইলেকট্রিক গাড়ি আনার কথা নিশ্চিত করেছে ওলা ইলেকট্রিক। আবার গত মাসে ওলা ভারতে ২০,০০০-এর বেশি ব্যাটারি চালিত স্কুটার বিক্রি করে দেশের বৃহত্তম ই-স্কুটার সংস্থায় পরিণত হয়েছে। জমে থাকা বুকিং ডেলিভারি দিয়ে হালকা করতে চাইছে ওলা।

Tags:    

Similar News