Ola S1 Air: পেট্রল স্কুটারকে বলুন বিদায়! সবচেয়ে সস্তায় ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল ওলা, 100 কিমি চলবে ফুল চার্জে

By :  SUMAN
Update: 2022-10-22 11:37 GMT

দীর্ঘদিনের জল্পনা অবশেষে সত্যি প্রমাণিত করে ভারতের বাজারে আজ ৮০ হাজারি বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করল ওলা ইলেকট্রিক (Ola Electric)। যার কারণ করা হয়েছে Ola S1 Air। সংস্থার তরফে যার প্রারম্ভিক মূল্য ৭৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। তবে দিওয়ালির পরেই এর দাম ৫,০০০ টাকা বাড়িয়ে ৮৪,৯৯৯ টাকা করা হবে। সংস্থার লাইনআপে S1 ও S1 Pro-এর নিচে অবস্থান করছে নতুন মডেলটি। সে কারণেই এতে বেশ কিছু ফিচারের ঘাটতি নজরে পড়বে।

Ola S1 Air ফিচার

Ola S1 Air-এর ফিচারের প্রসঙ্গে বললে এতে স্টিল হুইল দেওয়া হয়েছে, যেখানে S1 ও S1 Pro-তে রয়েছে অ্যালয় হুইল। আবার এর সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক। যেখানে দামি মডেল দুটিতে রয়েছে সিঙ্গেল সাইডেড সাসপেনশন।

Ola S1 Air ডিজাইন

নতুন লঞ্চ হওয়া স্কুটারটির ডিজাইন এর প্রসঙ্গে বললে এর সাইড বডি প্যানেলের নিচের দু’দিকে ব্ল্যাক ফিনিশিং দেওয়া হয়েছে। সাবেকি স্কুটারের মত এতে রয়েছে একটি টিউবুলার গ্র্যাব রেল। আবার পোলার অন্য দুই মডেলের মতো S1 Air-এর ফ্লোরবোর্ডটি ঢালু নয়। এটি সমতল হওয়ার কারণে অধিক বাস্তবিক বলে মনে করা হচ্ছে। এছাড়া স্কুটারটিতে রয়েছে একটি ৭-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে এবং এর ওজন ৯৯ কেজি।

Ola S1 Air স্পেসিফিকেশন

আজ লঞ্চ হওয়া Ola S1 Air-এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৮৫ কিমি। ইকো মোডে সম্পূর্ণ চার্জে রেঞ্জ ১০০ কিমি। আবার ০-৪০ কিমি প্রতি ঘন্টার গতিবেগ তুলতে ৪.৩ সেকেন্ড সময় নেয়। এতে দেওয়া হয়েছে একটি ২.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং ৪.৫ কিলোওয়াট আউটপুটের ইলেকট্রিক মোটর।

Ola Move OS3

৮০,০০০ টাকার ইলেকট্রিক স্কুটার এর সাথে ওলা আজ তাদের আপডেট সফ্টওয়্যার Move OS3-ও লঞ্চ করেছে। Ola S1 Air এই নতুন সফ্টওয়্যার সমেত হাজির হয়েছে। Move OS3 স্কুটারের ভ্যাকেশন মোড, পার্টি মোড, মাল্টিপল স্ক্রিন ইন্টারফেস, প্রক্সিমিটি আনলক, ফোন কল অ্যালার্ট, হিল হোল্ড অ্যাসিস্ট সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য সক্রিয় করেছে। ভ্যাকেশন মোড স্কুটারের চার্জ ২০০ ঘন্টা পর্যন্ত বজায় রাখবে। এই সফটওয়্যারের বেটা স্টেজ রেজিস্ট্রেশন ২৫ অক্টোবর থেকে শুরু হবে বলে ওলা ঘোষণা করেছে।

Tags:    

Similar News