এক চার্জে দৌড়বে প্রায় ৪৮০ কিমি, বিশ্বের সবচেয়ে বেশি মাইলেজের ই-স্কুটার লঞ্চ করল দেশীয় সংস্থা Raft Motors
একবার চার্জ দিলে দৌড়বে প্রায় ৫০০ কিমি, সম্প্রতি ভারতের বাজারে এমনই বিদ্যুতচালিত স্কুটার এনে সাড়া ফেলে দিয়েছে মুম্বাইয়ের রাফ্ট মোটর্স (Raft Motors)। এই ই-স্কুটারটির নাম Indus NX। চার্জ প্রতি মাইলেজ দেওয়ার ক্ষেত্রে Indus NX-এর ধারেকাছে কেউ নেই৷ Ola, Ather, Simple Energy - কেউউ নয়। Indus NX-এর আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল ওয়ারেন্টি। অচেনা সংস্থার যানবাহন কেনার আগে অনেকেই দোলাচলে থাকেন। ভয় কাজ করে, যদি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। সে চিন্তা থেকে মুক্তি দিতে Indus NX-এর সাথে ১ লাখ কিলোমিটার/৩ বছরের স্ট্যান্ডার্ড ওয়্যারেন্টি দিচ্ছে সংস্থাটি।
Raft Motors Indux NX ভ্যারিয়েন্ট
গ্রাহকদের প্রয়োজন ও ব্যবহারের কথা মাথায় রেখে রাফ্ট মোটর্স তাদের ইন্দাস এনএক্স বৈদ্যুতিক স্কুটারের মোট তিনটি ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। প্রথমটিতে ৪৮ ভোল্ট ৬৫ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার পোর্টেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা একে একটানা ১৫৬ কিমি চলার শক্তি যোগাবে। বেস ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১,১৮,৫০০ টাকা (এক্স-শোরুম মুম্বাই)।
ইন্দাস এনএক্স-এর মিড-রেঞ্জ ভ্যারিয়েন্টে রয়েছে ৪৮ ভোল্ট ১৩৮ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার নন-রিমুভেবল (খোলা যাবে না) ব্যাটারি, যা এক চার্জে ৩২৪ কিমি পর্যন্ত রাইডিং রেঞ্জ দেবে। এই মডেলটির দাম ১,৯১,৯৭৬ টাকা (এক্স-শোরুম মুম্বাই)।
এবার ইন্দাস এনএক্স-এর সবচেয়ে অ্যাডভান্সড ভ্যারিয়েন্টের প্রসঙ্গে আসা যাক। এতে ৯.৬ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ডুয়েল-ব্যাটারি দেওয়া হয়েছে। যার দৌলতে একবার চার্জ দেওয়ার পর ৪৮০ কিমি পথ পাড়ি দেওয়া যাবে। এছাড়া ব্যবহারকারীর সময় বাঁচানোর জন্য প্রত্যেকটি মডেলের ব্যাটারিতে রয়েছে ফাস্ট চার্জিংয়ের অপশন।
Raft Motors Indux NX ফিচার
রিভার্স গিয়ার, থেফ্ট এলার্ম, কী-লেস স্টার্ট, রিমোট লকিং, স্টাইলিশ ডিস্ক ব্রেক, এবং চাইল্ড-সেফ পার্কিংয়ের মতো আধুনিক ফিচারের সাথে এসেছে ইন্দাস এনএক্স।
বর্তমানে ভারতে ৫৫০টি শহরে রাফ্ট মোটর্সের শো-রুম রয়েছে৷ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পরিবেশ শুক্লার লক্ষ্য, আগামী বছরের মার্চের মধ্যে ভারতের প্রত্যেকটি জেলায় রাফ্ট মোটর্সের ডিলারশিপ চালু করা। আবার ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে কোম্পানির গাড়ি নিয়ে বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে যাওয়ার ফিউচারিস্টিক পরিকল্পনার কথা জানিয়েছিন তিনি।