অন্য বাইকের চাহিদা ফিকে হবে, ফাঁস Royal Enfield Classic 350-এর ছবি, শীঘ্রই লঞ্চ

By :  SUMAN
Update: 2024-09-21 12:27 GMT

Royal Enfield Classic 650 লঞ্চ হতে আর বেশি দেরি নেই। কারণ অফিশিয়াল লঞ্চের আগেই আকর্ষণীয় পেইন্ট স্কিম সহ মোটরসাইকেলটির ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। স্পাই শটে দেখতে পাওয়া বাইকটি Classic 650-এর প্রোডাকশন ভার্সন বলেই মনে করা হচ্ছে।

ডিজাইন Royal Enfield Classic 350-এর সঙ্গে মিলে যায়। গোল হেডলাইট থেকে টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক এবং কার্ভড ফেন্ডার থেকে ট্রায়াঙ্গুলার সাইড প্যানেল - Classic 650-কে সহজেই চিনিয়ে দেয়। বাইকটি এমনভাবে নকশা করা হয়েছে যে, রাস্তায় সকলের নজর কাড়বে।

স্পাই ছবিতে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ মেরুন ও ক্রিমের ডুয়েল কালার টোনে লক্ষ্য করা গিয়েছে। পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ক্লাসিক মডেলের ফুয়েল ট্যাঙ্কেও ক্রোমের প্রচুর ব্যবহার করা হয়েছে। এটি একাধিক কালার অপশনে লঞ্চ হবে বলে আশা করা যায়।

আরও পড়ুন: Samsung থেকে Nokia, এই সপ্তাহে লঞ্চ হওয়া লেটেস্ট স্মার্টফোনগুলি দেখে নিন, দাম শুরু ৭,৯৯৯ টাকা থেকে

পারফরম্যান্সের জন্য, রয়্যাল এনফিল্ডের অন্যান্য ৬৫০ সিসির মোটরসাইকেলগুলির মতো ক্লাসিক ৬৫০-এও প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন থাকতে চলেছে। যা থেকে ৪৭ হর্সপাওয়ার এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হয়। সঙ্গে সিক্স স্পিড গিয়ারবক্স মিলবে। ফিচার্সের মধ্যে থাকবে এলইডি লাইটিং, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ট্রিপার নেভিগেশন সিস্টেম।

Tags:    

Similar News