Royal Enfield Guerrilla 450: পুজোর আগেই আসছে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক গোরিলা, দাম জেনে নিন
2024-25 অর্থবর্ষ শুরু হতেই নতুন মোটরসাইকেল লঞ্চের জন্য কোমর বেঁধেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। সর্বপ্রথম মডেল হিসেবে তারা বাজারে আনছে Guerrilla 450। নতুন Sherpa 450 প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসতে চলা এটি সংস্থার দ্বিতীয় মডেল। প্রথমটি হচ্ছে Himalayan 450। বর্তমানে প্রোডাকশনের জন্য প্রস্তুতি নিচ্ছে Royal Enfield Guerrilla 450। ইতিমধ্যেই ভারতের রাস্তায় টেস্টিং চলাকালীন একাধিকবার দর্শন দিয়েছে এই বাইক।
Royal Enfield Guerrilla 450 জুলাই-আগস্টে লঞ্চ হতে পারে
একটি অটো পোর্টালের রিপোর্ট অনুযায়ী, 2024-এর জুলাই-আগস্ট নাগাদ ভারতের বাজারে পা রাখবে এটি। অর্থাৎ এ বছর পুজোর আগেই লঞ্চ হবে Guerrilla 450। স্টাইলিংয়ের প্রসঙ্গে বললে, এতে আপাদমস্তক রোডস্টার ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। বাইকটিতে রয়েছে শার্প রেক, পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক, এবং ন্যূনতম বডি প্যানেল সমেত উন্মুক্ত লুক।
এছাড়া Royal Enfield Guerrilla 450-তে রয়েছে স্লিক টেল সেকশন, গোলাকৃতি এলইডি হেডলাইট এবং হিমালয়ান-এর মতো আপ-সোয়েপ্ট এগজস্ট। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক সেটআপ এবং মোনোশক সাসপেনশনে ছুটবে এই বাইক। দু’দিকে দেওয়া হতে পারে 17 ইঞ্চি হুইল।অনুমান করা হচ্ছে, রোডস্টার লুক বজায় রাখতে Guerrilla 450-এর পেছনের টায়ার বেশ চওড়া হবে। স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্যের মধ্যে থাকছে ডুয়েল চ্যানেল এবিএস।
এগিয়ে চলার শক্তি জোগাতে এতে একটি 452 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন দেওয়া হচ্ছে। এই বাইকে ট্রিপার ড্যাশ দেওয়া হয় কিনা, তা সময়ে উত্তর দেবে। বর্তমানে Himalayan 450-র দাম 2.98 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। Royal Enfield Guerrilla 450-এর দাম 2.4 লাখ থেকে 2.5 লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে বলেই অনুমান।