অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার লঞ্চ হচ্ছে এনফিল্ড গেরিলা ৪৫০, দাম কত হবে জানুন
এই বুধবার, অর্থাৎ ঠিক দু'দিন পরেই লঞ্চ হবে রয়্যাল এনফিল্ড গেরিলা। ৪৫০ সিসির মোটরসাইকেলটি এ বছর সংস্থার সবচেয়ে বড় প্রোডাক্ট লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বাইকটির ছবি ফাঁস হয়েছে। প্রকাশ্যে এসেছে স্পেসিফিকেশন সহ নানা ফিচার্স। তবে একটাই জিনিসিই এখনও অজানা, আর সেটা হল দাম। চলুন দেখে নিই কত দামে লঞ্চ হতে পারে রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০।
রয়্যাল এনফিল্ড গেরিলার দাম ভারতে ২.৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে। ফাঁস হওয়া ছবি থেকে স্পষ্ট, এটি দুই ভ্যারিয়েন্টে বিক্রি হবে। টপ মডেলে টিএফটি স্ক্রিন থাকবে। আর, বেস মডেলে মিটিওর ৩৫০-র মতো ইন্সট্রুমেন্ট ক্লাস্টার মিলবে। প্রচুর কালার অপশন পাবেন ক্রেতারা।
জানিয়ে রাখি, হিমালয়ান ৪৫০ প্ল্যাটফর্মের উপর তৈরি হচ্ছে এই বাইক। তবে আপসাইড ডাউন ফর্ক ও সিয়েট টায়ারের মতো দামী পার্টস পাওয়া যাবে না। এছাড়াও, আরও কিছু জিনিস বাদ যেতে পারে। যেহেতু গেরিলা ৪৫০ একটি আরবান বাইক, তাই বিক্রি হবে বেশি। সেই কারণেই দাম কম রাখতে এই পদক্ষেপ।
উল্লেখ্য, হিমালয়ান ৪৫০ অ্যাডভেঞ্চার বাইকের দাম বর্তমানে ২.৮৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। ফলে দুই বাইকের মধ্যে ৫০,০০০ টাকার ব্যবধান ভাল সিদ্ধান্ত হতে পারে। আবার ভবিষ্যতে ৪৫০ সিসির আরও কিছু মডেল আনতে চলেছে রয়্যাল এনফিল্ড।