Royal Enfield Himalayan Rally: এবার হার্ডকোর অফ-রোড বাইক আনছে এনফিল্ড, এই প্রথম ফাঁস ছবি

Update: 2024-10-23 06:47 GMT

Royal Enfield Himalayan ভারতের অ্যাডভেঞ্চার বাইকের জগতে একটি বড় নাম। গত বছর এই জনপ্রিয় মোটরসাইকেলের ৪৫০ সিসি ভার্সন লঞ্চ হয়েছিল। সংস্থা কিছু না বললেও এখন অনুমান করা হচ্ছে, হিমালয়ানের আরও একটি নতুন সংস্করণ বাজারে আসতে চলেছে। কারণ, Himalyan 450 এর অফ-রোড সেন্ট্রিক র‍্যালি ভার্সন প্রথমবার দেশের রাস্তায় টেস্টিং করতে দেখা গিয়েছে।

রয়্যাল এনফিল্ড হিমালয়ানের নতুন র‍্যালি ভার্সন আসছে

স্ট্যান্ডার্ড হিমালয়ান ৪৫০ মডেলের উপর ভিত্তি করে তৈরি এই নতুন র‍্যালি ভ্যারিয়েন্টে পারপাস-বিল্ট টায়ার থাকছে, যা মোটরসাইকেলটিকে আরও অফ-রোড ফ্রেন্ডলি করে তুলেছে। রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ র‍্যালির প্রোটোটাইপটি একটি র‍্যালি টেইল কাউল, ক্রস-স্পোক টিউবলেস হুইল এবং ভিন্ন ডিজাইনের আপ-সুইপ্ট র‍্যালি এক্সজস্ট সহ দেখা গেছে।




 


টেস্ট ভার্সনে নাকল গার্ড রয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া, আপকামিং এই অ্যাডভেঞ্চার বাইকে অন্য কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না। যদিও একটি সূত্রের দাবি, রয়্যাল এনফিল্ড র‍্যালি ভার্সনটি অ্যাডজাস্টেবল সাসপেনশন অফার করতে পারে। হিমালয়ান ৪৫০ র‍্যালি ৪৫২ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিনের সঙ্গে আসবে। এটি সিক্স স্পিড গিয়ারবক্সের সঙ্গে লিঙ্ক করা থাকবে। জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড মডেলে ইঞ্জিনটির আউটপুট ৪০ হর্সপাওয়ার এবং ৪০ এনএম।




 


রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক নভেম্বরে উন্মোচিত হবে

উল্লেখ্য, রয়্যাল এনফিল্ড নভেম্বরে ইলেকট্রিক বাইকের জগতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করতে চলেছে। গত বছর তাদের প্রথম ই-বাইক কনসেপ্ট, ইলেকট্রিক হিমালয়ান প্রদর্শিত হয়েছিল। আর আগামী ৪ নভেম্বর সংস্থার প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল আত্মপ্রকাশ করবে। মডেলটির নাম হতে পারে ক্লাসিক ইলেকট্রিক। অর্থাৎ কোম্পানির সর্বাধিক বিক্রিত বাইকের নামেই মডেলটির আগমন ঘটতে পারে।

Tags:    

Similar News