বাজার কাঁপাতে আসছে Himalayan 450 ও নতুন Bajaj-Triumph বাইক, ইঞ্জিন-ফিচার্সের খুঁটিনাটি জেনে নিন
বিগত ক’সপ্তাহে ভারতের ৫০০ সিসির কম সেগমেন্টে একাধিক নতুন মোটরসাইকেল লঞ্চ করেছে। এবার আরও দুটি ধামাকাদার বাইক লঞ্চের জন্য মুখিয়ে রয়েছে। এগুলি হল Royal Enfield Himalayan 450 ও Bajaj-Triumph Scrambler 400X। অসংখ্য বাইকপ্রেমী এই মডেল দুটির পথ চেয়ে বসে রয়েছেন। লঞ্চ হবে ২০২৩-এর মধ্যেই। ভারতের অফ-রোড বাইকের জগতে আলোড়ন ফেলে আসতে চলা মোটরসাইকেল দুটির তুলনা রইল এই প্রতিবেদনে।
Royal Enfield Himalayan 450 vs Triumph Scrambler 400X : ডিজাইন
অফ-রোডার বাইক Royal Enfield Himalayan 450-এ Himalayan 411-এর বেশ কিছু বৈশিষ্ট্য চোখে পড়বে। যেমন রাউন্ড হেডলাইট, লো অথচ আপরাইট সিটিং পজিশন, স্প্লিট সিট, বাতাসের বাধা কাটানোর জন্য ছোট ভাইজর এবং আপসোয়েপ্ট এগজস্ট।
অন্যদিকে, Triumph Scrambler 400X ডিজাইনের দিক থেকে ট্রায়াম্ফের শক্তিশালী ইঞ্জিনের স্ক্র্যাম্বলারের থেকে অনুপ্রাণিত। এতে উপস্থিত গোলাকৃতি হেডলাইট, দীর্ঘ ট্রাভেল সাসপেনশন, অ্যালয় হুইল, চওড়া বার সহ আপরাইট সিটিং পজিশন, এবং সাইড স্লাঙ্গ এগজস্ট।
Royal Enfield Himalayan 450 vs Triumph Scrambler 400X : ফিচার্স ও যন্ত্রাংশ
Himalayan 450-তে বৈশিষ্ট্য হিসেবে দেওয়া হবে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মোনোশক, এলইডি লাইটিং, ডুয়েল চ্যানেল এবিএস সহ উভয় চাকায় ডিস্ক ব্রেক, ২১ ইঞ্চি ফ্রন্ট এবং ১৭ ইঞ্চি রিয়ার হুইল, একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ইত্যাদি। যেখানে Triumph Scrambler 400X-এ উপস্থিত ইউএসডি ফর্ক, একটি মোনোশক, এলইডি লাইটিং, ১৯ ইঞ্চি ফ্রন্ট এবং ১৭ ইঞ্চি রিয়ার হুইল, ট্রাকশন কন্ট্রোল, ডুয়েল চ্যানেল এবিএস সমেত ডুয়েল ডিস্ক ব্রেক, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং চার্জিং আউটলেট।
Royal Enfield Himalayan 450 vs Triumph Scrambler 400X : ইঞ্জিন স্পেসিফিকেশন
উভয় মোটরসাইকেলে উপস্থিত সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। Himalayan 450-এর ডিসপ্লেসমেন্ট বেশি হলেও Scrambler 400X-এর পাওয়ারের সমান। Scrambler 400X-এর ৩৯৮ সিসি ও ৬-স্পিড গিয়ারবক্স যুক্ত ইঞ্জিন থেকে ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। যেখানে Himalayan-এর ৪৫০ সিসি ইঞ্জিন থেকে পাওয়া যাবে ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৪৫ এনএম টর্ক। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-স্পিড ট্রান্সমিশন।