Royal Enfield Bear 650 Launched: নভেম্বরের শুরুতেই বিরাট চমক, দেশে লঞ্চ হল রয়্যাল এনফিল্ডের নতুন বাইক, দাম জানুন
Royal Enfield Bear 650 Launched - মঙ্গলবার নতুন বাইক দেশের বাজারে আনল রয়্যাল এনফিল্ড। নাম বিয়ার ৬৫০ (Royal Enfield Bear 650)। বাইকের ৫টি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি - ব্রডওয়াক হোয়াইট, পেট্রল গ্রিন, ওয়াইল্ড হানি, গোল্ডেন শ্যাডো এবং টু ফোর নাইন। বাইকের দাম শুরু ৩.৩৯ লাখ টাকা থেকে।
মঙ্গলবার নতুন বাইক দেশের বাজারে আনল রয়্যাল এনফিল্ড। নাম বিয়ার ৬৫০ (Royal Enfield Bear 650)। বাইকের ৫টি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি - ব্রডওয়াক হোয়াইট, পেট্রল গ্রিন, ওয়াইল্ড হানি, গোল্ডেন শ্যাডো এবং টু ফোর নাইন। বাইকের দাম শুরু ৩.৩৯ লাখ টাকা থেকে। ৬৫০ সিসি ইঞ্জিন-সহ দুর্দান্ত ফিচার্স দিয়েছে রয়্যাল এনফিল্ড।
এই বাইকের প্রায় অনুরূপ আরও একটি মডেল হল ইন্টারসেপটার ৬৫০। এটি কোম্পানির পঞ্চম ৬৫০ সিসির মোটরসাইকেল। দুই বাইকে রয়েছে একই ইঞ্জিন ক্যাপাসিটি। বুলেট, হান্টার, হিমালয়ান, শটগানের পর বাইক-প্রেমীদের জন্য এনফিল্ডের নতুন বিকল্প এখন বিয়ার ৬৫০। দেরি না চলুন বাইকের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
রয়্যাল এনফিল্ড বিয়ার ৬৫০ : ইঞ্জিন ও অন্যান্য ফিচার্স
ইঞ্জিন ক্যাপাসিটি : ৬৪৮ সিসি টুইন ইঞ্জিন
হর্সপাওয়ার ও টর্ক : সর্বোচ্চ ৭২৪০ আরপিএম-এ ৪৭ হর্সপাওয়ার এবং ৫১৫০ আরপিএম-এ ৫৬.৫ এনএম টর্ক।
ওজন : এই বাইকটি ইন্টারসেপটারের থেকে ২ কেজি হালকা (২১৬ কেজি)।
ফিচার্স : একাধিক স্মার্ট ফিচার্স রয়েছে। যেমন ৪ ইঞ্চি ডিসপ্লে, ফোন কানেক্টিভিটি, রাইডিং মোড, গুগল ম্যাপ, মিডিয়া কন্ট্রোল এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট।
ব্রেকিং : দুই চাকাতেই ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম।
রয়্যাল এনফিল্ড বিয়ার ৬৫০ এর দাম
বাইকের দাম ৩.৩৯ লক্ষ টাকা থেকে ৩.৫৯ লক্ষ টাকা। ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম জেনে নিন -
ব্রডওয়াক হোয়াইট বেস মডেল - ৩.৩৯ লাখ
পেট্রল গ্রিন - ৩.৪৪ লাখ
ওয়াইল্ড হানি - ৩.৪৪ লাখ
গোল্ডেন শ্যাডো - ৩.৫১ লাখ
টু ফোর নাইন টপ মডেল - ৩.৫৯ লাখ
সমস্ত মূল্য এক্স-শোরুম। উল্লেখ্য, রয়্যাল এনফিল্ড ইন্টারসেপটারের দাম রয়েছে ৩.০৩ লাখ থেকে ৩.৩১ লাখ টাকা।