Royal Enfield Sales: পুজোর মরসুমে বিক্রির রেকর্ড এনফিল্ডের, বুলেট-ক্লাসিক ধামাকায় তৈরি হল ইতিহাস

Royal Enfield Sales - অক্টোবরে দেশে ১ লাখ ১০ হাজার মোটরসাইকেল বিক্রি করেছে রয়্যাল এনফিল্ড। বার্ষিক ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে ব্যবসা।

Update: 2024-11-01 13:37 GMT

Royal Enfield Sales

উৎসব মরশুমে রেকর্ড বাইক বিক্রি করে চমক দিল রয়্যাল এনফিল্ড। অক্টোবরে দেশে ১ লাখ ১০ হাজার মোটরসাইকেল বিক্রি করেছে কোম্পানি। বার্ষিক ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে ব্যবসা। সাম্প্রতিক সময়ে বেশ কিছু নতুন বাইকও লঞ্চ করেছে এনফিল্ড। পুরনো বাইকগুলির সঙ্গে সেই সব মডেলগুলিও নজর কেড়েছে বাইক-প্রেমীদের।

অক্টোবরে রেকর্ড বাইক বিক্রি এনফিল্ডের

মোটরসাইকেল বিক্রিতে আগের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল রয়্যাল এনফিল্ড। অক্টোবরে মোট ১,১০,৫৭৪ ইউনিট বিক্রি করেছে কোম্পানি। গত বছর অক্টোবরে এই সংখ্যাটা ছিল ৮৪,৪৩৫। এক বছরে ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে ব্যবসা। এই ১ লাখ ১০ হাজার ৫৭৪টি বাইকের মধ্যে ১,০১,৮৮৬টি বাইক দেশের ভিতরে বিক্রি হয়েছে। যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বৃদ্ধি।

অন্যদিকে, রপ্তানি করা হয়েছে ৮,৬৮৮টি মোটরবাইক। গত বছরের অক্টোবরের তুলনায় ১৫০ শতাংশ বেশি। ২০২৩ সালের অক্টোবরে ৩,৪৭৭টি বাইক রপ্তানি করেছিল রয়্যাল এনফিল্ড। এই পরিসংখ্যান প্রমাণ করে কোম্পানির বয়স বাড়লেও, তাদের বানানো বাইকের জনপ্রিয়তা একটুও কমেনি।

শেষ ৫ বছরে বেশ কয়েকটি নতুন বাইক লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। এর মধ্যে রয়েছে হান্টার, নতুন বুলেট, শটগান, গোরিলা, হিমালয়ান ইত্যাদি। কিছুদিন আগেই উন্মোচন হয়েছে আরও এক নতুন মডেল রয়্যাল এনফিল্ড বিয়ার ৬৫০। জানা গিয়েছে, নভেম্বরে বাইকটির আনুষ্ঠানিক লঞ্চ হবে।

বাইকজুড়ে থাকবে এলইডি লাইট সেটআপ। এটি কোম্পানির প্রথম ৬৫০ সিসির বাইক হতে চলেছে যেখানে এই ফিচার পাবেন ক্রেতারা। এছাড়াও আগামীদিনে ৪৫০ সিসি ও ৩৫০ সিসির বেশ কিছু নতুন মডেল নিয়ে আসার ইচ্ছাও প্রকাশ করেছে কোম্পানি। পরীক্ষা শুরু হয়েছে ইলেকট্রিক বাইকেরও।

প্রসঙ্গত, ভারতের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সম্প্রতি নতুন শাখা খুলেছে রয়্যাল এনফিল্ড। বুলেট, ক্লাসিক, মিটিওর এবং হান্টারের মতো ৩৫০ সিসির মডেল লঞ্চ করা হয়েছে সে দেশে। এনফিল্ডের দাবি, বার্ষিক ৩০ হাজার মোটরসাইকেল উৎপাদন করা হবে বাংলাদেশে। জোর দেওয়া হবে স্থানীয় উৎপাদনের উপরও।

Tags:    

Similar News