80,000 টাকার ইলেকট্রিক স্কুটার বিনামূল্যে পেতে পারেন আপনিও, Ampere এর অফার মিস করলে পস্তাবেন

By :  SUMAN
Update: 2022-10-17 13:34 GMT

আগামী সপ্তাহেই দিওয়ালি। এই মুহূর্তে এদেশে বিভিন্ন গাড়ি সংস্থা তাদের হরেক প্রোডাক্টে আকর্ষণীয় ডিসকাউন্টের ঘোষণা করেছে। কিন্তু দেশীয় বৈদ্যুতিক টু-হুইলার সংস্থা অ্যাম্পিয়ার (Ampere) তাদের আশি হাজারি ইলেকট্রিক স্কুটারে দিচ্ছে নজিরবিহীন অফার। বলা হয়েছে, স্কুটারের টেস্ট রাইড নিন, আর শর্তসাপেক্ষে জিতে যান একটি আস্ত নতুন ব্যাটারি চালিত স্কুটার। শুনতে তাজ্জব লাগলেও কিন্তু এটাই সত্যি। Ampere Magnus EX স্কুটারটি সংস্থা প্রদত্ত কিছু নিয়ম ও শর্তাবলী পূরণের মাধ্যমে বিনামূল্যে পাওয়া যাবে। তবে পদ্ধতিটি ঠিক কীরকম, সেটা এখনো জানা যায়নি।

এখানেই শেষ নয়। সাথে রয়েছে স্কুটারের দামের ৯৫ শতাংশ লোন হিসেবে পাওয়ার সুযোগ। অর্থাৎ মাত্র অল্পকিছু টাকা খরচ করলেই বাড়িতে দিওয়ালির আগে একটি ঝাঁ চকচকে ব্যাটারি চালিত স্কুটার বাড়ি আনা যাবে। এছাড়াও রয়েছে কম ডাউন পেমেন্ট, ৮.২৫ শতাংশ হারে সুদ, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার এবং ২,৫০০ টাকা পর্যন্ত ক্যাশ বেনিফিট। তবে এই অফার কেবলমাত্র ৩১ অক্টোবর, ২০২২ পর্যন্ত চালু থাকবে।

অন্যদিকে সরকারি কর্মীদের পাশাপাশি কিছু বেসরকারি সংস্থার চাকুরেদের জন্য স্পেশাল অফার দিচ্ছে কোম্পানি। যাতে দেশের সকল শ্রেণীর গ্রাহক বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে উৎসাহী হয়, সেজন্য এই পদক্ষেপ। এই প্রসঙ্গে সংস্থার সিইও এবং কার্যনির্বাহী আধিকারিক সঞ্জয় বেহল বলেন, “অ্যাম্পিয়ার গো ইলেকট্রিক ফেস্টে গ্রাহকরা আকর্ষণীয় অফার এবং ফিনান্স স্কিমে অ্যাম্পিয়ারের ইলেকট্রিক স্কুটার কিনতে পারবেন। এই উৎসবের মরসুমে যাত্রা শুরু হোক ইলেকট্রিক বাহনে।”

প্রসঙ্গত, বর্তমানে এদেশে Magnus EX এবং REO নামে ইলেকট্রিক স্কুটার বেচে অ্যাম্পিয়ার। Magnus EX-এর অন-রোডামূল্য ৮১,৯১৫ টাকা। এতে রয়েছে ১২০০ ওয়াট ক্ষমতার একটি ইলেকট্রিক মোটর। ৬০ ভোল্ট/২৮ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি স্কুটারটিকে সিঙ্গেল চার্জে ৮৪ কিমি পর্যন্ত রেঞ্জ তুলতে সাহায্য করে। আবার ৫৫ কিমি প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিবেগ সহ স্কুটারটি ০-৫৫ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে সময় নেয় ১০ সেকেন্ড।

অন্যদিকে, Ampere REO নামে একটি ধীর গতির ইলেকট্রিক্স স্কুটার রয়েছে সংস্থার। যার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫ কিমি। এর ৪৮ ভোল্ট/২৪ অ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ৮ থেকে ১০ ঘণ্টা সময় নেয়। স্কুটারটির রেঞ্জ ৪৫ থেকে ৫০ কিমি। ব্যাটারিটি আবার ২৫০ ওয়াট BLDC মোটরকে শক্তি জোগায়। REO-র কার্ব ওয়েট ৭০ কেজি এবং মূল্য ৬১,৯৯৯ টাকা।

Tags:    

Similar News