চালাতে লাইসেন্স লাগে না, 100 কিমি পর্যন্ত চার্জ থাকে, কিনতে মাত্র 56,890 টাকা খরচ

By :  SUMAN
Update: 2024-03-03 10:44 GMT

ড্রাইভিং লাইসেন্স বানানোর বড্ড ঝামেলা। অফিস-কাচারি ছুটি নিয়ে দৌড়ঝাঁপ করে সেই আবার আরটিও (RTO) অফিসে যাওয়া, সবমিলিয়ে গোটা দিনের গল্প! এজন্য ড্রাইভিং লাইসেন্স আর বানানো হয়ে উঠছে না। অথচ রাস্তায় লাইসেন্স ছাড়া টু হুইলার নিয়ে বেরিয়ে পুলিশের খপ্পরে পড়লে কী হবে, সেই ভেবে আর বাইক বা স্কুটারও কেনা হয়ে উঠছে না – কি এমন পরিস্থিতির সাথে নিজের মিল খুঁজে পাচ্ছেন? তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, এরও সমাধান রয়েছে। কী শুনবেন?

এ কথা আর অজানা নেই, ভারতের টু হুইলারের বাজারে ইলেকট্রিক মডেলের চাহিদা বাড়ছে। ৮ থেকে ৮০ সকলের চাহিদা পূরণ করছে এই জাতীয় স্কুটিগুলি। ধীর থেকে উচ্চ উভয় গতির মডেল বাজারে উপলব্ধ রয়েছে। এমনও কিছু ইলেকট্রিক স্কুটার পাওয়া যায় যেগুলির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার। অনেকেই হয়তো জানবেন, দু'চাকা গাড়ির টপ স্পিড ২৫ কিমি/ঘন্টা হলে চালাতে কোন লাইসেন্সের প্রয়োজন পড়ে না। আজকের এই প্রতিবেদনে তেমনি সেরা পাঁচটি ই-স্কুটারের খোঁজ দেওয়া রইল।

Komaki XGT KM

তালিকার সর্বপ্রথম মডেলটি হচ্ছে Komaki XGT KM। এই ব্যাটারি স্কুটার কিনতে খরচ পড়ে ৫৬,৮৯০ টাকা থেকে ৯৩,০৪৫ টাকা (এক্স-শোরুম)। এতে উপলব্ধ একটি ২০-৩০ অ্যাম্পিয়ার আওয়ার লেড অ্যাসিড ব্যাটারি, যা ফুল চার্জে ৮৫ কিলোমিটার পর্যন্ত পথ চলতে সহায়তা করে।

Okinawa R30

Okinawa R30 যদি কেনেন, সে ক্ষেত্রে দাম পড়বে ৬১,৯৯৮ টাকা (এক্স-শোরুম)। শক্তির উৎস হিসাবে এতে দেওয়া হয়েছে একটি ১.২৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা স্কুটারটিকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত পথ চলার শক্তি জোগায়। এটি সম্পূর্ণ চার্জ হতে চার থেকে পাঁচ ঘন্টা সময় নেয়।

Kinetic Zing

তালিকার তৃতীয় স্থানে থাকা ইলেকট্রিক স্কুটারটি হচ্ছে Kinetic Zing। ভ্যারিয়েন্ট অনুযায়ী মডেলটির মূল্য ৭১,৯৯০ টাকা থেকে ৮৪,৯৯০ টাকা (এক্স-শোরুম)। এগিয়ে চলার শক্তি জোগাতে দেওয়া হয়েছে ২২ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটি থেকে সর্বোচ্চ ১০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়।

Hero Eddy

ধীরগতির Hero Eddy স্কুটারটি ভারতের বাজারে ৭২,০০০ টাকায় (এক্স-শোরুম) বিক্রি হয়। এতে দেওয়া হয়েছে এটি ৩০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক। যা সম্পূর্ণ চার্জ হতে ৪-৫ ঘন্টা সময় নেয়। এটি থেকে সর্বোচ্চ ৮৫ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়।

Deltic Drixx

তালিকার সর্বশেষ স্থানে রয়েছে Deltic Drixx। এই মডেলটির দাম ৫৮,৪৯০ টাকা থেকে শুরু করে ৮৪,৯৯০ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। চাকায় শক্তির সঞ্চার ঘটাতে এতে উপস্থিত ১.৫৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। পুরোপুরি চার্জে এটি ৭০-১০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি।

Tags:    

Similar News