স্পিড বেশি এমন বাইক কিনবেন? Suzuki, Honda, Bajaj-সহ এই পাঁচ মডেলের বিকল্প নেই, দুই লাখের কমে দাম শুরু
গতির সাগরে ডুব দেওয়ার লক্ষ্যে হাই-স্পিড রেসিং বাইক কেনার পেছনে ছোটেন অনেকে। কিন্তু সাধ ও সাধ্যের মধ্যে বিস্তর ফারাক। তবে এখন আড়াই লাখের মধ্যে বাজেটে বাজারে পেয়ে যাবেন একাধিক বিকল্প। এমনকি দুই লাখের কমেই হয়ে যেতে পারে ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক কেনার স্বপ্নপূরণ। যাতে সওয়ারি হয়ে আপনিও নিতে পারবেন হাই টপ স্পিডে দু'চাকা চালানোর মজা।
Suzuki Gixxer SF 250
২৫০ সিসির এই স্পোর্টস বাইকটি প্রথম আত্মপ্রকাশ করেছিল ২০১৯ সালের মে মাসে। এই ইঞ্জিন Suzuki Intruder এবং পরবর্তীকালে Suzuki V- Storm SX অ্যাডভেঞ্চার বাইকেও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনটির আউটপুট ২৬ এইচপি এবং ২২.২ এনএম টর্ক। এর সাথে ৫ স্পিড গিয়ারবক্সযুক্ত। ঘন্টা প্রতি সর্বোচ্চ ১৫০ কিমি গতি তোলা যায় এই বাইকে। Suzuki Gixxer SF 250-এর এক্স শোরুম দাম ১.৯ লাখ।
KTM 250 Duke
তরুণ প্রজন্মের জন্য মূলত নিয়ে আসা এই নেকেড এই বাইক ২৪৮.৮ সিসি ইঞ্জিন দ্বারা পরিচালিত। ৬ স্পিড গিয়ারবক্স যুক্ত এই ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ২৯.৬ এইচপি এবং টর্ক ২৪ এনএম। প্রতি ঘন্টায় ১৪৮ কিমি পর্যন্ত টপ স্পিডে ছুটতে পারে KTM 250 Duke। ফুল এলইডি সেটআপ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ সমস্ত রকম আধুনিক বৈশিষ্ট্য এতে উপলব্ধ রয়েছে। বাইকটির এক্স শোরুম দাম ২.৩৫ লাখ টাকা থেকে শুরু।
Husqvarna Vitpilen 250
KTM 250 Duke -এর মতো ২৪৮.৮ সিসির সমগোত্রীয় ইঞ্জিন ব্যবহার করা হয়েছে Vitpilen 250 বাইকে। এই ইঞ্জিনের আউটপুটও এক - ২৯.৬ এইচপি ও ২৪ এনএম। টপ স্পিড Duke -এর সমান তবে ওজন খানিকটা কম হওয়ায় আরও বেশি গতি তোলা সম্ভব। বাইকটির দাম ২.১৭ লাখ (এক্স শোরুম) থেকে শুরু হচ্ছে
Honda CB300R
হোন্ডার এই বাইকের এক্স শোরুম দাম ২.৭৭ লাখ টাকা। আমাদের বাজেটের থেকে ২৭,০০০ টাকা বেশি হলেও বেশি টর্কযুক্ত রিফাইন্ড ইঞ্জিনের কারণে Honda CB 300R বাইক প্রেমীদের মধ্যে খুবই জনপ্রিয়। ২৮৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিনটি সর্বোচ্চ ৩১ এইচপি ক্ষমতা এবং ২৭.৫ এনএম টর্ক উৎপন্ন করে। গিয়ারের সংখ্যা ছয়। টপ স্পিড ১৫০ কিমি/ঘন্টা
Bajaj Dominar 400
লঞ্চের পর থেকেই দেশের অন্যতম জনপ্রিয় ট্যুরিং বাইকে পরিণত হয়েছে Dominar 400। এতে ৩৭৩ সিসি ইঞ্জিন থাকার কারণে উৎপন্ন হয় ৩৯.৪ বিএইচপি ক্ষমতা ও ৩৫ এনএম টর্ক। অর্থাৎ এই তালিকায় সবচেয়ে পাওয়ারফুল বাইক এটি। প্রতি ঘন্টায় ১৫৫ কিমি পর্যন্ত স্পিড তোলা যায় এই বাইকে। ভারতে এক্স শোরুম মূল্য ২.২২ লাখ টাকা।