Toyota Price Hike: 1 অক্টোবর থেকে টয়োটার সমস্ত গাড়ির দাম বাড়ছে

By :  SHUVRO
Update: 2021-09-29 06:41 GMT

পয়লা অক্টোবর থেকে সমস্ত মডেলের গাড়ির দাম ২% পর্যন্ত বৃদ্ধি করবে বলে ঘোষণা করেছে টয়োটা কির্লোস্কর মোটর (Toyota Kirloskar Motor)। জাপানের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থাটির দাবি, কাঁচামাল ও যন্ত্রাংশের দাম মাথাচাড়া দেওয়ার ফলে উৎপাদন খরচের জোগান দিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

টয়োটা জানিয়েছে, বিগত ১ বছরে গাড়ি উৎপাদনে ব্যবহৃত ইস্পাত-সহ নানা ধাতুর দাম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। কোভিড-১৯ প্যান্ডেমিকের কারণে পণ্যের জোগান-শৃঙ্খল (সাপ্লাই চেইন) এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। যন্ত্রাংশের জোগান পাওয়া অনিশ্চিত হয়ে পড়ছে।

তা ছাড়া বিশ্বজুড়ে চিপ সংকটে জেরবার গোটা শিল্প। এই সব কারণে লোকসানের মুখ দেখছে বিভিন্ন সংস্থা। তাই বর্ধিত খরচের খানিকটা পুষিয়ে নিতে দাম বাড়াতে বাধ্য হচ্ছে তারা।

উল্লেখ্য, পুজোর মরসুমে আগে দাম বাড়ালেও গাড়ির বিক্রি বৃদ্ধির ছবিটা আশাব্যঞ্জক হবে বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ ধাপে ধাপে কিছুটা উঠেছে। ফলে দেশের আর্থিক অবস্থার অন্যতম মাপকাঠি গাড়ি শিল্প কত দ্রুত ছন্দে ফেরে, সেই দিকেই তাকিয়ে সবাই।

Toyota ছাড়াও Tata Motors এবং Maruti Suzuki তাদের সমস্ত গাড়ির দাম অক্টোবর থেকে বাড়াতে চলেছে। তবে শুধু চার চাকার গাড়ি নয়, মূল্যবৃদ্ধি শিকার হয়েছে দু'চাকার বাইক বা স্কুটারও।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News