Bajaj-Triumph নাকি Yezdi? স্ক্র্যাম্বলার বাইকে চেপে দূরদূরান্ত ঘুরতে হলে কাকে ভরসা করবেন
ট্রায়াম্ফ (Triumph) সম্প্রতি বিশ্ববাজারে তাদের একজোড়া মোটরসাইকেল উন্মোচিত করেছে। যেগুলি বাজাজ (Bajaj)-এর সাথে যৌথভাবে তৈরি করা হয়েছে। এগুলি হল – Speed 450 ও Scrambler 400X। ৫ জুলাই ভারতের বাজারে লঞ্চ হবে বাইক দুটি। তবে আজকের আলোচ্য মডেলটি হল Scrambler 400X। যার অন্যতম প্রতিপক্ষ হিসাবে ভারতের বাজারে উপলব্ধ রয়েছে – Yezdi Scrambler। এই প্রতিবেদনে মোটরসাইকেল দুটির তুলনামূলক আলোচনা রইল।
Triumph Scrambler 400X vs Yezdi Scrambler : পাওয়ারট্রেন
এগিয়ে চলার শক্তি জোগতে Triumph Scrambler 400X-তে দেওয়া হয়েছে একটি ৩৯৮.১৫ সিসি, ফুয়েল ইনজেক্টটেড, লিকুইড কুল্ড, TR-সিরিজ ইঞ্জিন। যা থেকে ৮০০০ আরপিএম গতিতে ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।
অন্যদিকে, Yezdi Scrambler-এ রয়েছে রোডস্টার এবং এডভেঞ্চারের সামঞ্জস্যপূর্ণ ইঞ্জিন। এর ৩৩৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড মিল থেকে সর্বোচ্চ ২৮.৭২ বিএইচপি শক্তি এবং ২৮.২১ এনএম টর্ক পাওয়া যায়। এতে দেওয়া হয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।
Triumph Scrambler 400X vs Yezdi Scrambler : হার্ডওয়্যার
Scrambler 400X-এ রয়েছে একটি ৪৩ মিমি অফ সাইট ডাউন বিগ পিস্টন ফ্রন্ট ফর্ক, প্রিলোড অ্যাডজাস্টেবল সহ গ্যাস চার্জ রিয়ার মোনোশক। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে উপস্থিত ফ্রন্ট ও রিয়ারে যথাক্রমে ৩২০ মিমি এবং ২৩০ মিমি ডিস্ক ব্রেক। বাইকটিতে সুইচেবল ডুয়েল চ্যানেল এবিএস অফার করা হয়েছে।
Yezdi তাদের Scrambler-এ ৪১ মিমি টেলিস্কোপিক ফ্রন্টপার্ক এবং প্রিলোড অ্যাডজাস্টেবল টুইন শক রিয়ার অ্যাবসর্বার অফার করেছে। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে সামনে ও পেছনে যথাক্রমে ৩২০ মেমি ও ২৪০ মিমি ডিস্ক ব্রেক উপস্থিত। এতেও সুইচেবল এবিএস রয়েছে।