রপ্তানি কমলেও দেশের বাজারে চাহিদা ঊর্দ্ধমুখী, ভারতে TVS এর টু-হুইলার বিক্রি 29% বাড়ল

By :  SUMAN
Update: 2023-05-03 07:01 GMT

২০২৩-এর মে শুরু হতেই আগের মাসের যানবাহন বিক্রির পরিসংখ্যান সর্বসমক্ষে পেশ করল টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। যেখানে দেখা গেছে, এ বছর এপ্রিলে সংস্থাটি মোট ৩,০৬,২২৪ ইউনিট গাড়ি বিক্রি করেছে। যেখানে এক বছর আগে ওইসময়ে বেচাকেনার পরিমাণ ছিল ২,৯৫,৩০৮ ইউনিট। উল্লেখ্য, মার্চ মাসে টিভিএস ৩,১৭,৯৫৪টি ভেহিকেল বেচেছিল। ফলে এপ্রিলে বিক্রি খানিকটা কমেছে বলা যায়।

গত মাসে টিভিএস মোটরসাইকেল ও স্কুটারের ২,৯৪,৭৮৬ ইউনিট বেচেছে। যেখানে ২০২২ এর এপ্রিলে বিক্রির পরিমাণ ছিল ২,৮০,০২২ ইউনিট। ফলে গত মাসে বেচাকেনায় ৫% উত্থান ঘটেছে। আবার ভারতে টু-হুইলারের বিক্রি আগের বছরের এপ্রিলে ১,৮০,৫৫৩ থেকে বৃদ্ধি পেয়ে গত মাসে ২,৩২,৯৫৬ হয়েছে। ফলে দেশীয় বাজারে বিক্রিবাটায় ২৯% বৃদ্ধির সাক্ষী থেকেছে টিভিএস।

গত মাসে ১,৫২,৩৬৫টি নতুন মোটরসাইকেলের চাবি গ্রাহকদের তুলে দিতে পেরেছে টিভিএস। আগের বছরে ওই সময়ে সংখ্যাটি ছিল ১,৩৯,০২৭ ইউনিট। ফলে বাইক বিক্রিতে ১০ শতাংশ অগ্রগতি নজরে পড়েছে। অন্যদিকে ২০২২-এর এপ্রিলে ১,০২,২০৯ ইউনিট স্কুটারের বিক্রি থেকে গত মাসে বৃদ্ধি পেয়ে ১,০৭,৪৯৬ ইউনিট হয়েছে। এতে স্কুটারের বিক্রি ৫% বাড়তে দেখা গেছে।

অন্যদিকে টিভিএস-এর একমাত্র ইলেকট্রিক স্কুটার iQube গত মাসে ৬,২২৭ নতুন গ্রাহকের ঠিকানায় পাড়ি দিয়েছে। যেখানে এক বছর আগে এর বেচাকেনা হয়েছিল ১,৪২০ ইউনিট। সম্প্রতি সংস্থাটি তাদের বৈদ্যুতিক স্কুটারের ১ লক্ষ ইউনিট বিক্রির মাইলস্টোন স্পর্শ করেছে। নতুন ব্যাটারির বিধি AIS156 Phase2 মেনে এটি আনা হয়েছে। এবারে ই-স্কুটারটির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে সংস্থা।

TVS-এর রপ্তানি কমতে দেখা গেল

গত মাসে টিভিএস এর টু ও থ্রি হুইলার গাড়ি রপ্তানি হয়েছে ৭১,৬৬৩ ইউনিট। যেখানে এক বছর আগে রপ্তানির সংখ্যা ছিল ১,১৩,৪২৭। আর টু-হুইলার এক্সপোর্ট ৯৯,৪৮৯ ইউনিট থেকে গত মাসে কমে হয়েছে ৬১,৮৩০ ইউনিট। স্পষ্টতই এক্সপোর্টের ক্ষেত্রে ভাটা গিয়েছে সংস্থার। সবশেষে গত মাসে সংস্থার তিন চাকার গাড়ি বিক্রি হয়েছে ১১,৪৩৮টি। যেখানে আগের বছর এপ্রিলে বেচাকেনা হয়েছিল ১৫,২৮৬ ইউনিট।

Tags:    

Similar News