Hero Xoom 160 থেকে Pulsar NS400, বাজার কাঁপাতে এই মাসে লঞ্চ হবে যে সব বাইক-স্কুটার

By :  SUMAN
Update: 2024-03-02 08:05 GMT

ফেব্রুয়ারি সদ্যই শেষ হয়েছে। গত মাসে বাজার গরম করে বিভিন্ন মডেলের টু হুইলার লঞ্চ হয়েছে ভারতে। যেগুলি ক্রেতাদের মন উদ্বেলিত করে দিয়েছিল। নতুন টু হুইলার লঞ্চের ধারা মার্চেও জারি থাকবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। চলতি মাসে দু’চাকার গাড়িপ্রেমীদের মধ্যে উদ্দীপনা বাড়াতে একাধিক নতুন মোটরসাইকেল ও স্কুটার লঞ্চ হতে পারে বলে জল্পনা দানা বেঁধেছে। এমনই পাঁচটি মডেলের কথা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Husqvarna Svartpilen 250

ভারতে সম্প্রতি 2024 Svartpilen 401 ও Vitpilen 250-এর আপডেট মডেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে হাস্কভার্না। মডেল দুটি বাজারে আসার পর Svartpilen 250-র আগমনকে ঘিরে ক্রেতামহলে প্রশ্ন উঠছে। সেই চাহিদা পূরণ করতেই মার্চে বাজারে আনা হতে পারে এই বাইক।

Hero Xoom 125 ও Xoom 160

ইতালির মিলান মোটরসাইকেল শো EICMA 2023-এর মঞ্চে হিরো তাদের আসন্ন কয়েকটি স্কুটারের ঝলক দেখিয়েছিল। যার মধ্যে দুটি হচ্ছে Hero Xoom 110-এর স্পোর্টিং ও শক্তিশালী ভার্সন – Xoom 125 ও Xoom 160। দ্বিতীয়টি একটি ম্যাক্সি স্টাইলের স্কুটার। আশা করা হচ্ছে, এই দুই মডেলই চলতি মাসে ভারতের রাস্তায় ছোটা আরম্ভ করবে।

Bajaj Pulsar NS400

বিগত কয়েক মাস ধরেই Pulsar NS400 এর উন্নয়নের কাজ চালাচ্ছে বাজাজ। মনে করা হচ্ছে, ৪০০ সিসির পালসার এ মাসেই ভারতের বাজারে লঞ্চ করবে সংস্থা। Bajaj Dominar 400 -র বিকল্প হিসেবে এই মডেলটি ক্রেতাদের উপহার দিতে চলেছে বাজাজ। কারণ আসন্ন মডেলটি ডমিনারের তুলনায় সস্তা ও পারফরম্যান্সের দিক থেকে সমান। অনুমান করা হচ্ছে, লঞ্চের পর Pulsar NS400-এর দাম ২ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে। যেখানে Dominar 400 কিনতে খরচ পরে ২,২৯,৭৮১ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

Honda Activa Electric

Honda Activa 6G দীর্ঘদিন ধরে ভারতের স্কুটারের বাজারে নেতৃত্ব প্রদান করে আসছে। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়াম-এর সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে এটি দেশের সর্বাধিক বিক্রিত টু হুইলার। এবারে স্কুটারটির ইলেকট্রিক ভার্সন আনতে চলেছে হোন্ডা। অনুমান করা হচ্ছে মার্চে ভারতে লঞ্চ করবে এই মডেল।

Tags:    

Similar News