আরও শক্তিশালী নতুন Bajaj Pulsar NS160 জুনে লঞ্চ হতে পারে, ডিজাইন হুবহু 250 সিসি পালসার-এর মতো
ট্রায়ালের সময় একঝলক দেখা গিয়েছিল আগেই। লেটেস্ট Pulsar N250-এর ডিজাইন থেকে যে অনুপ্রেরণা নিয়েছে, তাও স্পষ্টত বোঝা যাচ্ছিল। কিন্তু Pulsar NS160-এর আপডেটেড ভার্সনটি কবে লঞ্চ করবে বাজাজ অটো, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। নিশ্চিত খবর পাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন পাসলারপ্রেমীরা। খুব শীঘ্রই হয়তো সেই প্রতীক্ষার অবসান ঘটতে পারে।
নতুন Pulsar NS160 লঞ্চ হতে পারে চলতি মাসেই। নির্দিষ্ট ভাবে বললে জুনের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে। বাজাজের তরফে এই বিষয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে একটি অটো পোর্টালের রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শুধু নেকেড মডেল বাজারে আনতে চলেছে বাজাজ। ফেয়ার্ড ভার্সন লঞ্চের পরিকল্পনা নেই।
জন্মলগ্ন থেকে এটাই হতে চলেছে ১৬০ সিসি নেকেড পালসারের সবচেয়ে বড় আপডেট। স্পাই ছবি থেকে স্পষ্ট, ডিজাইনের নিরিখে Pulsar 250-এর সঙ্গে পরবর্তী প্রজন্মের Pulsar NS160-এর হুবহু মিল থাকবে। সামনের অংশ পুরোপুরি এক। থাকবে কিক স্টার্ট। যা এই সেগমেন্টে আর দেখা যায় না।
তবে Pulsar N250-এর ইঞ্জিন অয়েল কুল্ড হলেও নতুন NS160-এর ক্ষেত্রে সেটা এয়ার কুল্ড হবে। পারফরম্যান্স বাড়ানোর জন্য ইঞ্জিন আপগ্রেড করা হতে পারে। কারণ ১৬০ সিসি সেগমেন্টে TVS Apache RTR 160 4V অত্যন্ত জনপ্রিয়। ফলে একে টপকাতে হলে আরও শক্তিশালী হতে হবে নয়া পালসারকে। বর্তমানে ১৬০ সিসি নেকেড পালসারের এক্স-শোরুম দাম ১ লাখ ২২ হাজার টাকা থেকে শুরু। নতুন মডেলের দাম হাজার পাঁচেক বাড়তে পারে। বাজারে অ্যাপাচি ছাড়াও Hero Xtreme 160R, ও Suzuki Gixxer-এর সঙ্গে প্রতিযোগিতা চলবে আপডেটেড পালসার এনএস ১৬০-এর ।