Amazon Prime Gaming: একটি অ্যাপেই সমস্ত গেম, ভারতীয়দের জন্য গেমিং পরিষেবা নিয়ে হাজির হচ্ছে অ্যামাজন

By :  SUPARNA
Update: 2022-12-08 08:17 GMT

আমেরিকা ভিত্তিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন (Amazon) -এর জন্য ভারত বর্তমানে অন্যতম একটি বড় বাজার হয়ে উঠেছে। আর বিগত কয়েক বছরের মধ্যে সংস্থাটি এদেশে যথেষ্ট ভালোভাবেই তাদের গ্রাহক-বেস শক্তিশালী করে ফেলেছে। এর অন্যতম কারণ হল, ই-কমার্স সাইটটি দ্রুত বর্ধনশীল কনজিউমার-বেসের চাহিদার ভিত্তিতে - প্রাইম ভিডিও (Prime Video), অ্যামাজন মিউজিক (Amazon Music), অ্যামাজন ফ্রেশ (Amazon Fresh), অ্যামাজন বিজনেস (Amazon Business), অ্যামাজন পে (Amazon Pay) নামক ডিজিটাল পেমেন্ট সিস্টেম সহ আরও নানাবিধ কার্যকর পরিষেবা অফার করেছে। এখন আবার ভারতীয় যুবসম্প্রদায়ের মধ্যে ইস্পোর্টস (esports) এবং গেমিংয়ের প্রতি আগ্রহকে মাথায় রেখে অ্যামাজন সম্ভবত শীঘ্রই ভারতে তাদের প্রাইম গেমিং (Prime Gaming) পরিষেবা চালু করতে পারে।

Amazon ভারতীয় গ্রাহকদের জন্য শীঘ্রই লঞ্চ করতে পারে Prime Gaming পরিষেবা

অ্যামাজন প্রাইম গেমিং হল একটি অনলাইন প্ল্যাটফর্ম, যাতে অ্যামাজন প্রাইম এবং প্রাইম ভিডিও সার্ভিস অন্তর্ভুক্ত। মূলত এটি টুইচ প্রাইমের একটি রিভাম্পড বা সংশোধিত সংস্করণ। এই প্ল্যাটফর্মে - বিনামূল্যে গেম ডাউনলোড করার জন্য ইন-গেম কন্টেন্ট, লাইভ ভিডিও স্ট্রিমিং পরিষেবা 'টুইচ' (Twitch) -এর ফ্রি মান্থলি চ্যানেল সাবস্ক্রিপশন এবং অ্যামাজন প্রাইমের অন্যান্য সমস্ত সুবিধা প্রদান করা হয়ে থাকে। জানিয়ে রাখি, অ্যামাজন প্রাইম গেমিং -কে ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম চালু হয়েছিল। আর বর্তমানে এই পরিষেবা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, জাপান সহ অনেক দেশে উপলব্ধ। যদিও এই তালিকায় এতদিন ভারত সামিল ছিল না। তবে এখন মনে হচ্ছে, খুব শীঘ্রই ভারতেও প্রাইম গেমিং পরিষেবা চালু করবে অ্যামাজন।

এমন দাবি করার কারণ, অ্যামাজন প্রাইম ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের 'প্রাইম' সেকশনে সম্প্রতি 'অ্যামাজন প্রাইম গেমিং এখন ভারতে উপলব্ধ' লেখা একটি ব্যানার দেখা গিয়েছিল। যদিও এই ব্যানারে ক্লিক করার পরে যখন প্রাইম গেমিং সাইটের হোমপেজ রি-ডিরেক্ট করা হয়, তখন একটি এরর মেসেজ স্ক্রিনে ভেসে ওঠে। যেখানে লেখা ছিল - "It looks like you're in an unsupported country. Prime Gaming is not available"। এর অর্থ একটাই, অ্যামাজন হয়তো ভুলবশত এই ব্যানারটি তাদের সাইটে আপলোড করে ফেলেছিল এবং পরবর্তীতে তা সরিয়ে দেওয়ার কারণে এই এরর মেসেজ দেখানো হচ্ছে।

অ্যামাজন দ্বারা ভুলবশত পোস্ট করা ব্যানারে উল্লেখ ছিল যে - "ইউজাররা তাদের প্রিয় গেমগুলির জন্য প্রচুর পরিমাণে এক্সক্লুসিভ কনটেন্ট এবং পিসি গেমগুলির ক্ষেত্রে নতুন নতুন কালেকশনের ইনস্ট্যান্ট অ্যাক্সেস আনলক করতে পারবেন… তাও প্রতি মাসে।" যদিও এই ব্যানারে অ্যামাজন প্রাইম গেমিং পরিষেবার জন্য কোনো লঞ্চের তারিখ দেওয়া ছিল না। এমনকি ব্যানার সামনে আসার পরও সংস্থাটি এই বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছে। আমাদের অনুমান, অ্যামাজন ভারতে তাদের প্রাইম গেমিং পরিষেবার টেস্টিং চালাচ্ছে এবং এই প্রক্রিয়া সম্পন্ন হলেই আনুষ্ঠানিক লঞ্চের তারিখও ঘোষণা করে দেওয়া হবে। যাইহোক গুঞ্জন শোনা যাচ্ছে, অন্যান্য দেশের ন্যায় ভারতেও, ফ্রি পিসি গেমস এবং কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এক্সক্লুসিভ কনটেন্ট অফার করবে প্রাইম গেমিং।

প্রসঙ্গত বর্তমানে ভারতে যুবসম্প্রদায়ের মধ্যে গেমিং সার্ভিস এবং ইস্পোর্টসের চাহিদা বৃদ্ধি পাওয়ার দরুন, নেটফ্লিক্স ইতিমধ্যেই গেমিং পরিষেবা চালু করছে। রিলায়েন্স জিও সম্প্রতি এমন একটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছে। এবার অ্যামাজন প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আসন্ন প্রাইম গেমিং প্ল্যাটফর্মে তাদের ইউজারদের কিরূপ সুযোগ-সুবিধা অফার করবে তা এখন দেখার বিষয় হবে।

Tags:    

Similar News